| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিস খন্দকার
আমার হৃদয় আকাশ থেকে প্রতিনিয়ত ঝড়ছে কিছু জল। জলগুলো স্বচ্ছ নাকি অস্বচ্ছ?
বৈশাখের প্রথম দিন ভীষণ মন খারাপের হয়
সে যখন তোমার মতো সাজে
হঠাৎ রোমন্থনে বিষাদ বেলা আসে---
বৈশাখের প্রথম দিন ভীষণ খুশির মনে হয়
সে যখন তোমার মতো সাজে
মূহুর্তের দর্শনে তোমায় ভেবে পাশে---
বিষাদ ও সুখ---
পান্তার জলে সমসত্ব মিশ্রণ পেয়ালায়
প্রতিটি চুমুক---
তোমার সেই প্রাগৈতিহাসিক নির্যাস ভাবায়
মূহুর্তেই আমি উড়ে যাই রমনার বটমূলে
কিংবা টিএসসি'র মঙ্গল শোভাযাত্রায়!
১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০১
শিস খন্দকার বলেছেন: শুভেচ্ছা!
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৪
ফারিহা নোভা বলেছেন: বৈশাখের শুভেচ্ছা