![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হৃদয় আকাশ থেকে প্রতিনিয়ত ঝড়ছে কিছু জল। জলগুলো স্বচ্ছ নাকি অস্বচ্ছ?
আমার জন্মদাত্রীকে আমি কখনো 'মা' ডাকি নি। পৃথিবীতে কিছু খুব কাছের চরিত্র আছে, যাঁদের একটি নির্দিষ্ট সম্বোধনে বেঁধে রাখা যায় না।
আমার জন্মদাত্রীকে আমি কখনো 'ভালোবাসি' বলি নি। পৃথিবীতে কিছু নিরেট প্রেম আছে, যেখানে কখনো প্রেমের বহিঃপ্রকাশ ঘটাতে হয় না।
আমার জন্মদাত্রী আমাকে কখনো 'রাগ' করে নি। পৃথবীতে কিছু সুকোমল হৃদয় আছে, যেখানে কঠিন রাগেও লুকিয়ে থাকে ভুবন ভোলানো অনুরাগ।
আমার জন্মদাত্রী কখনো দু'চোখ 'বুজে' নি । পৃথিবীতে কিছু মহৎ আঁখি আছে, প্রাণে প্রাণে অপলক জেগে থাকাই যেগুলোর স্বভাব।
©somewhere in net ltd.