নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শীতল দাবানল

আমি এক অচেনা অনল..

শীতল দাবানল › বিস্তারিত পোস্টঃ

ভালবাসি বলবোই

২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৪

কিছু পিছুটানতো আছেই, তার সাথে
একগুচ্ছ সকরুন হতাশা আর
আমলাতান্ত্রিক জটিলতায় আজও
বলা হয়নি কতকথা ভালবাসার।

গভীর রাতে তোমার মায়াবী চুম্বনে
উল্লোসিত হুরপরিরা বলে জিন্দাবাদ,
তোমার আলিঙ্গনের উষ্ণ পরশ দেখে
স্রষ্টাও করেন লাজুক আশীর্বাদ।

আজ তুমি বদমায়েসি লালসার শিকার
নগ্নাঙে তারা ফুটাতে চায় বিষাক্ত হুল,
খুলে নিতে চায় লাল টিপ, সবুজ লিপিস্টিক,
তোমার কানের ঝুমকা গলার হার আর নাকফুল।

কসম, তোমার রঙিন ওড়নার আচল
স্পর্ষ করতে দেব না কোন হারামীকে
রাক্ষুসে কোন চোখ থাকাবে না তোমার পানে
তোমার সম্মান হতে দেবনা আর ফিকে।

কথিত রোমীওদের মত হয়তো হবো না আলোচিত
হয়তো আমাদের নাম স্বেত পাথরে থাকবেনা খচিত

তবু ও কোন পরওয়া নেই, হয় হোক ফাসি,
আজ বলবোই- প্রিয় দেশ, তোমায় ভালবাসি।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:১৯

আমি তুমি আমরা বলেছেন:
আপনার ব্লগে প্রথম মন্তব্যপ্রথম প্লাস দিয়ে ইতিহাসের পাতায় অমর হয়ে রইলাম। B-) B-))

সামুর আঙিনায় স্বাগতম :)

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৩

শীতল দাবানল বলেছেন: আমি আপ্লুত। সত্যিই ইতিহাস। আপনাদের দুনিয়ার কোনো কুলকিনারা পাচ্ছিলাম না। আশা করি নতুনদের সহযোগীতা অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.