![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সামনে দাড়ানো-
একপাশে সজ্জিত টমটম, অন্য পাশে সাজোয়া যান।
আমার গন্তব্যের একদিকে জীবনের স্বপ্ন
অন্যদিকে হত্যা, ধ্বংস ও নিষ্প্রভ প্রাণ।
আমার স্বপ্নের এক চোখে-
পছন্দের রাজকন্যা, প্রাচুর্য ও বিলাসিতা;
অন্যচোখে মাতৃভূমির সম্মান, অর্থনৈতিক মুক্তি,
শান্তি আর স্বাধীনতা।
আমার এক কানে বাজে শানাইয়ের শব্দ,
অন্য কানে দামামার।
এক মনে প্রেম আর
অন্য মনে যুদ্ধ আমার।
আমি যুদ্ধে যাবো।
আমি বর বেশেই যুদ্ধে যাবো।
২| ৩১ শে মার্চ, ২০১৫ রাত ১১:৫১
শীতল দাবানল বলেছেন: আপনার ভাল লাগায় আমি খুশি।
©somewhere in net ltd.
১|
১৩ ই মার্চ, ২০১৫ রাত ১২:৪৬
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভাল লাগলো ।