![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের এলাকায় এখন প্রায়ই এই শ্লোগান দিয়ে বিশাল মিছিল হয়। মনে পড়ে যায় তখন ২০ বছর আগের কথা। স্কুল যাবার পথে তখন শুনতাম "একটা দুটা শিবির ধর,সকাল বিকাল নাস্তা কর। মনে হতো শিবির দেখতে কেমন?খেতে সুস্বাদু হবে তো?...তারপর কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ি যখন তখন শিবিরের কি দৃর্দান্ত ক্ষমতা। অনেক কঠোর তারা কিন্তু কখনো শুনিনি তারা মিছিল করছে জবাই জবাই কর বলে। ক্যাম্পাসে বিরোধী গ্রূপের ছাত্রদের প্রকাশ্যে রক্তাত করতে। জানি না আড়ালে তারা রগ কাটে কিনা।
শিবিরের প্রচন্ড প্রভাবের আমলে আমি প্রভাষক পদে আবেদন করলাম। যোগ্য অযোগ্য বেশ কজনের সৌভাগ্য হল কিন্ত আমাকে মনোনিত করল না। সর্বোচ্চ যোগ্যতা থাকা সত্ত্বে আমাকে নিল না কারন আমি বি এন পি জামাত কোন দলেই পড়ি না। মেনে নিলাম আমার এই চরম অযোগ্যতাকে। কোন অভিযোগ নেই আমার কারো বিরুদ্ধে কারন এই আমলেও আমি বাদ পড়লাম বি এন পি জামাতের লোক বলে। তবু মনটা কেমন করে যখন শুনি কাউকে ধরে জবাই করার উস্কানি দিতে।শুধু শিবিরের সমর্থক বলে নিরীহ ছাত্রদের নির্যাতিত হতে দেখে। আমাদের সবারই ভিন্ন ভিন্ন মত থাকতে পারে। অপরাধ থাকতে পারে তাই বলে কোন ব্যক্তি বা দল কি আইন নিজের হাতে তুলে নেয়ার অধিকার রাখে??????
২| ১২ ই জুন, ২০১০ রাত ১২:৩১
দুখী মানব বলেছেন: হুমম
৩| ১২ ই জুন, ২০১০ রাত ১২:৩৪
আঁতেল বলেছেন:
জুঁই আক্তার বলেছেন: আপনি মানুষ না জামাত?
৪| ১২ ই জুন, ২০১০ রাত ১২:৩৫
হতাশার স্বপ্ন বলেছেন:
৫| ১২ ই জুন, ২০১০ রাত ১২:৩৬
শিউলীমালা বলেছেন: জামাত হলে তো বেকার থাকতাম না....তাই না।
৬| ১২ ই জুন, ২০১০ রাত ১২:৩৭
জুঁই আক্তার বলেছেন: বলা যায় না, আপনি ওদের সেই ৫০জন আইটিবিদের কেউ হতে পারেন।
১২ ই জুন, ২০১০ রাত ১২:৪২
শিউলীমালা বলেছেন: জুঁই আক্তার ..এরই নাম হুজুগে বাঙালী..যখন যা বাজারে উঠে আমরা সবকিছুতে তারই গন্ধ খুজি।.....
৭| ১২ ই জুন, ২০১০ রাত ১২:৪৩
আমি ভাদা বলেছেন:
৮| ১২ ই জুন, ২০১০ রাত ১২:৪৪
উরা-ধুর০০৭ বলেছেন: এখান থেকেই বুইঝা নেন ......যে ভাল মত বাছতে হইলে যে কুনু এক্তা দল রে বাইচ্ছা নিতে হইব............না হইলে ছাগলের ৩ নাম্বার বাচ্ছার মত মে মে করতে হইব........
তবে অবসসই যেটা তুলনামুলক ভাল(কম খারাপ) ওই দল কেই বাইচ্ছা নিবেন.........
৯| ১২ ই জুন, ২০১০ রাত ১২:৪৪
জুঁই আক্তার বলেছেন: কেনো? হতেওতো পারেন, নাকি?
১০| ১২ ই জুন, ২০১০ রাত ১২:৪৯
দ্বীপ রয় বলেছেন: সর্বোচ্চ যোগ্যতা থাকা সত্ত্বে আমাকে নিল না কারন আমি বি এন পি জামাত কোন দলেই পড়ি না। মেনে নিলাম আমার এই চরম অযোগ্যতাকে। কোন অভিযোগ নেই-আমার কারো বিরুদ্ধে কারন এই আমলেও আমি বাদ পড়লাম বি এন পি জামাতের লোক বলে।
তাহলে আপনি কোন দলের??????? আপনি কি ফেরদৌস আহমদ কোরেশীর পি ডি পির লোক? বাংলার জনগন যাকে রাজনৈতিক দালাল বলে??
১২ ই জুন, ২০১০ সকাল ৯:৫৭
শিউলীমালা বলেছেন: আমি বাংলাদেশের এক সাধারণ মানুষ!!!!!!!!কোন দল করার রুচি নাই।
১১| ১২ ই জুন, ২০১০ রাত ১২:৪৯
জুঁই আক্তার বলেছেন: আপনি কোথাকার প্রাভাষক? বলেনতো একটু, জামাতের মানুষ চিনে রাখি।
১২| ১২ ই জুন, ২০১০ রাত ১২:৪৯
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: জুই আক্তার আফনে কি, ফুরুষ না মহিলা দেখতে ইচ্ছা করে। থুক্কু জানতে ইচ্ছা করে।
১৩| ১২ ই জুন, ২০১০ রাত ১২:৫১
সু-চিন্তা বলেছেন: আমি বুঝি না আওয়ামীলিগ জামাত এর পিছনে সবসময় লেগে থাকে কেন?শুনলাম সম্প্রতি ভার্সিটি গুলোতে অনেক ছেলে গোপনে শিবিরে যোগ দিচ্ছে যা আগের থেকে অনেক বেশী।আপনি দেখবেন U .S.A তে ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের কারণে বিশেষ করে ৯/১১ এর পরে প্রতি বছর ২০-৩০ হাজার মুসলমান হচ্ছে ।কারন তারা যখন আল-কোরান পরা শুরু করলো তখন দেখল ইসলাম এ সঠিক ধর্ম ।আর আমেরিকার নাগরিকরা বিজ্ঞান সম্পর্কে অনেক বেশী জানে আর আল-কোরানের সাথে বিজ্ঞানের সম্পর্ক সবচেয়ে বেশী ।এখন আমি বলতে চাই আমার আসে পাশে যারা শিবির করছে তারা তো খারাপ কিছু করছে না আর তারা ইসলাম সম্পর্কে অনেক বেশী জানে আমি চিন্তা ভাবনা করছি যোগ দিব কিনা ।ভয় হচ্ছে মানুস কে নিয়ে কে কি বলবে ?তবে আমি যতটুকু দেখেছি আমার কিছু বন্ধুদের তারা সবাই খুবই ধার্মিক আর আমি যদিও শিবির এ যোগ দি নাই কারণ আমি মনে করি আপনি কোনো ইসলামী সংগঠনে যোগ দেয়ার পূর্বে ইসলাম সম্পর্কে বেসিক ধারণা থাকা উচিত নতুবা আমি কি করে বুজব তারা সঠিক?
১৪| ১২ ই জুন, ২০১০ রাত ১২:৫১
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: শিবিরের জন্য রগ কাটার খেতাব যেমন কলন্ক জনক, ঠিক তেমনি যারা ঐ রকম শ্লোগান দেয় তারাও কলন্ক থেকে মুক্ত নয়।
১৫| ১২ ই জুন, ২০১০ রাত ১২:৫৪
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: সু-চিন্তা--- আপনি মজা করে বলেন আর সিরিয়াস বলেন, যাহা বলেছেন তাহাতেই আপনাকে লোকজন রাজাকার, মৌলবাদ বানিয়ে ছারবে। অনেক খারাপ খারাপ কথা শুনার জন্য প্রসতুত হোন।
১৬| ১২ ই জুন, ২০১০ রাত ১২:৫৪
উরা-ধুর০০৭ বলেছেন:
জুঁই আক্তার বলেছেন: আপনি মানুষ না জামাত?
জুই আক্তার রে কইতাসি.........আপ্নে মানুশ ...........? নাকি আওামি লিগ (BAL)........................???
১৭| ১২ ই জুন, ২০১০ রাত ১:০০
জুঁই আক্তার বলেছেন:
একটু দাঁড়ান কায়রো, আগে জামাতের মুখপাত্রের পরিচয়টা জানি, তারপর আপনার সাথে পরিচয় হবে। এটুকু জেনে রাখুন ১৯৭১ এর কারনে জামাতকে ঘৃনা করার যথেষ্ট কারন আছে আমার, আর বোধ হচ্ছে জামাতের ১৯৭১ আপনার গর্বের কারন, নাহলে নিজের রক্তের সাথে বেইমানি করা জানোয়ারকে এভাবে কথা হালকা করবার সুযোগ করে দিতেন না।
উরা-ধুর০০৭ একই কথা আপনার জন্যেও। জামাতের ১৯৭১ আমর জন্যে ঘৃনার, আপনার জন্যে গর্বের হতে পারে।
১৮| ১২ ই জুন, ২০১০ রাত ১:০০
দ্বীপ রয় বলেছেন: সু-চিন্তা, আপনার বক্তব্য স্ব-বিরোধী...........নিজের অবস্থান পরিষ্কার করুন।
১৯| ১২ ই জুন, ২০১০ রাত ১:০৪
দুরন্ত ইসলাম বলেছেন: ছিঃ তুই একটা শিবির!
২০| ১২ ই জুন, ২০১০ রাত ১:০৫
দ্বীপ রয় বলেছেন: জুঁই আক্তার বলেছেন: এটুকু জেনে রাখুন ১৯৭১ এর কারনে জামাতকে ঘৃনা করার যথেষ্ট কারন আছে আমার, আর বোধ হচ্ছে জামাতের ১৯৭১ আপনার গর্বের কারন, নাহলে নিজের রক্তের সাথে বেইমানি করা জানোয়ারকে এভাবে কথা হালকা করবার সুযোগ করে দিতেন না।
সহমত"
২১| ১২ ই জুন, ২০১০ রাত ১:৩৫
মুন্না_৯৭ বলেছেন: আগে শুনতাম "তুমি মানুষ না আওয়ামীলিগ"
আর এখন শুনি " মানুষ না জামাত"
হা হা হা
২২| ১২ ই জুন, ২০১০ সকাল ১১:৩১
সু-চিন্তা বলেছেন: আমি একজন মুসলিম।আমি শিবির হব কোন দু:খে????????
©somewhere in net ltd.
১|
১২ ই জুন, ২০১০ রাত ১২:৩১
জুঁই আক্তার বলেছেন: আপনি মানুষ না জামাত?