নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

whereof we cannot speak thereof we must be silent

শায়ক

ডিজিটাল দর্জি..... বর্তমানে আছি যেখানে এক কালে বস্রশিল্পের বিপ্লব শুরু হয়েছিল.........আর আছে দুটো বিখ্যাত ফুটবল ক্লাব .... এর মাঝেই সময় কাটাই অকাজে!

শায়ক › বিস্তারিত পোস্টঃ

মৌমাছি সম্পর্কে ১০ টি বিস্ময়কর তথ্য + Extra

০৬ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:২৪

আপনি জানেন কি ------------



১. ৫০০ গ্রাম মধু তৈরী করতে মৌমাছির ২ মিলিয়ন ফুলের দরকার

২. এবং একই পরিমান মধু তৈরী করতে মৌমাছির ৯০,০০০ কিলোমিটার ভ্রমন করতে হয়

৩. মৌমাছি প্রতি ঘন্টায় ৮ কিলোমিটার উড়তে পারে

৪. শ্রমিক মৌমাছি গড়পরতায় তার সারা জীবনে অর্ধেক চা চামচ এর সমপরিমাণ মধু তৈরী করতে পারে

৫. পুরো পৃথিবী একবার ঘুরে আসতে মৌমাছির জন্য ২ চা চামচ মধুই জ্বালানি হিসেবে যথেষ্ট

৬. মধু সংগ্রহের পরিভ্রমনে যে কোনো একটি মৌমাছি ৫০ থেকে ১০০ ফুলে বসে

৭. মৌমাছি ১০ থেকে ২০ মিলিয়ন বছর আগে থেকেই মধু তৈরী করছে

৮. উত্তর আমেরিকায় কোনো মৌমাছির অস্তিত্ব ছিল না| আদিবাসীরা মৌমাছি কে 'সাদা মানুষের মাছি' বলত কারণ ঔপনিবেশিকরা প্রথম মৌমাছি আমদানি করেছিল

৯. মৌচাকে গড়ে প্রায় ৬০,০০০ মৌমাছি থাকে

১০. মৌমাছির চারটি পাখা কিন্তু মাছির দুইটি



সুত্র: বিবিসি



১১. মধু হল মৌমাছির মল



১২. পৃথিবীতে মধু হল একমাত্র খাদ্য যা কখনো পচে না





আর তোমার প্রভু মৌমাছি কে প্রত্যাদেশ দিলেন -'বাসা তৈরী করো পাহাড়ের মাঝে ও গাছের মধ্যে, আর তারা যে ঘর (মৌচাক) তৈরী করে তাতে| তারপর প্রত্যেক ফল থেকে খাও, তারপর প্রভুর রাস্তা অনুসরণ করো সুগম করা পথে|' তাদের পেট থেকে বেরিয়ে আসে একটি পানীয়, বিচিত্র যার বর্ণ, যাতে রয়েছে মানুষের জন্য রোগমুক্তি| নিঃসন্দেহে এতে নিশ্চিত রয়েছে সেই লোকদের জন্য যারা চিন্তা করে [সুরা অন-নাহল ১৬:৬৮-৬৯]



'মধু সকল রোগের মহৌষধ আর কুরআন সকল মানসিক রোগের মহৌষধ এজন্য আমি তোমাদের দুটো প্রতিবিধান সুপারিশ করলাম: কুরআন এবং মধু' [বুখারী]

মন্তব্য ৩১ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:৩৯

লেখাজোকা শামীম বলেছেন: দারুণ সব তথ্য।

০৬ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:৫৩

শায়ক বলেছেন: ধন্যবাদ শামিম ভাই

২| ০৬ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:৪০

জর্জিস বলেছেন: মৌমাছি সংক্রান্ত আরো দুটিঃ

মধু হল মৌমাছির মল

পৃথিবীতে মধু হল একমাত্র খাদ্য যা কখনো পচে না

০৬ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:৫৩

শায়ক বলেছেন: যোগ করে দেই?

৩| ০৬ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:৪৮

মিনহাজুল হক শাওন বলেছেন: দারুণ তথ্য!

০৬ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:৫৪

শায়ক বলেছেন: ধন্যবাদ শাওন ভাই

৪| ০৬ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:৫৮

জর্জিস বলেছেন: অবশ্যই

৫| ০৬ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:০৬

রিতুন ক্লিস বলেছেন: sundor

০৬ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৩০

শায়ক বলেছেন: ধন্যবাদ|

ক্লিস মানে কি?

৬| ০৬ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:০৮

মেনােশদাস বলেছেন: ইদানিং দেশী মৌমাছির কলোনী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। সুইডিস বিশেষজ্ঞ বরজি সেভেনসন্স এর মতে, এদেশের স্থানীয় মৌমাছিতে লারভা পচা নামের এক রোগ দেখা দিয়েছে নাম' থাইসেক ব্রুড' । রাণী মৌমাছি ডিম দেয়ার পর পরিণত লারভা অবস্থায় পচে মরে যায়। এতে মৌমাছির বংশ বৃদ্ধি ব্যাহত হয়। এটি মড়ক আকারে ছড়িয়ে পড়ে। ইউরোপ থেকে এপিন মিলিফিরা মৌমাছি আমদানী করা হলে মুরত এরাই দেশি মৌমাছিতে এ রোগের বিস্তার ঘটায়।

০৬ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:২৮

শায়ক বলেছেন: আমরা আসলে মৌমাছির কখনই যত্ন নেই নি.. আর মধু কিভাবে হয় ঐটা নিয়ে চিন্তা করা তো দূরের কথা| এখানে গাছ লাগালে মৌমাছি বসলে যে এরা কি খুশি হয়; বলে প্রাকৃতিক পরিবেশ| আর আমাদের এত আছে তারপরও সব ধ্বংশ করি|

৭| ০৬ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:১০

বীরবল ২ বলেছেন: আমি আসলেই জানতাম না যে --- মধু কখনই পচে না !!!!
+++++++

০৬ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:২৯

শায়ক বলেছেন: লিখার আগে আমিও তেমন জানতাম না বীরবল.... সম্রাট সাহেব ভালো তো?

৮| ০৬ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:১৯

মেগাবন্ধু০০১ বলেছেন: ভালো লা্গলো।

০৬ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:২৯

শায়ক বলেছেন: ধন্যবাদ

৯| ০৬ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৩৭

আ.হ.ম. সবুজ বলেছেন: মৌমাছি সম্পর্কে অনেক তথ্য জানলাম । শিক্ষনীয় পোষ্ট । ধন্যবাদ ।

০৬ ই আগস্ট, ২০১২ রাত ৯:২১

শায়ক বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।

১০| ০৬ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৪০

নুরুল অমিন বলেছেন: আর তোমার প্রভু মৌমাছি কে প্রত্যাদেশ দিলেন -'বাসা তৈরী করো পাহাড়ের মাঝে ও গাছের মধ্যে, আর তারা যে ঘর (মৌচাক) তৈরী করে তাতে| তারপর প্রত্যেক ফল থেকে খাও, তারপর প্রভুর রাস্তা অনুসরণ করো সুগম করা পথে|' তাদের পেট থেকে বেরিয়ে আসে একটি পানীয়, বিচিত্র যার বর্ণ, যাতে রয়েছে মানুষের জন্য রোগমুক্তি| নিঃসন্দেহে এতে নিশ্চিত রয়েছে সেই লোকদের জন্য যারা চিন্তা করে [সুরা অন-নাহল ১৬:৬৮-৬৯]

০৬ ই আগস্ট, ২০১২ রাত ৯:৩৫

শায়ক বলেছেন: চলুন একটু চিন্তা করি....মেধা খাটাই

১১| ০৬ ই আগস্ট, ২০১২ রাত ৮:০১

শাদা-অন্ধকার বলেছেন: চমৎকার পোষ্টের জন্য ধন্যবাদ।

মৌমাছিদের জীবন চক্র বরাবরই সায়েন্টিস্ট দের আগ্রহের বিষয়।

মজার ব্যাপার হচ্ছে মৌমাছিরা মধু সংগ্রহে যে পথেই পরিভ্রমন করুক না কেন মৌচাকে ফিরে আসার জন্য সবচেয়ে কম দুরত্ত্ব যে পথে সেই পথকেই অনুসরণ করে। অর্থাৎ ভেক্টর পদ্ধতি অবলম্বন করে ফিরে আসে যাতে কম সময় ও সর্বনিম্ন দুরত্ত্ব অতিক্রম করতে হয়।

এই দেখুন রেফারেন্স...
Vector integration and novel shortcutting in honeybee navigation

Honeybees (Apis mellifera) Remember Two Near-Target Landmar

০৬ ই আগস্ট, ২০১২ রাত ৯:১৫

শায়ক বলেছেন: ভাই আপনি তো দেখি পুরাই জটিল ....একেবার পাপের . পুরাই মৌমাছির মত | দ্বিতীয়টা 'not found' দেখায়

এখন কোথায় আছেন আপনি?

১২| ০৬ ই আগস্ট, ২০১২ রাত ৮:৪৬

রেজাউল হক কৌশিক বলেছেন: ভাল লাগল। অনেক তথ্য জানলাম।

০৬ ই আগস্ট, ২০১২ রাত ৯:২০

শায়ক বলেছেন: ধন্যবাদ ।

১৩| ০৬ ই আগস্ট, ২০১২ রাত ৯:৩০

তামিম ইবনে আমান বলেছেন: এইসব পোস্ট পড়ার জন্যই তো সামুতে আসা

০৬ ই আগস্ট, ২০১২ রাত ৯:৩৫

শায়ক বলেছেন: আমার প্রথম দুইটা পোস্ট এর একটা....ধন্যবাদ আপনার মনোভাব প্রকাশ করার জন্য

১৪| ০৬ ই আগস্ট, ২০১২ রাত ১০:১৬

ৈসকত ইসলাম বলেছেন: ভাল লাগা রইল

১৭ ই আগস্ট, ২০১২ রাত ১১:৫৬

শায়ক বলেছেন: আপনার জন্যও

১৫| ১৬ ই আগস্ট, ২০১২ রাত ১:৪০

তানিয়া হাসান খান বলেছেন: দারুন! অনেক জরুরী তথ্য। ধন্যবাদ রইল।প্রিয়তে।++++++

১৭ ই আগস্ট, ২০১২ রাত ১১:৫৬

শায়ক বলেছেন: ধন্যবাদ|

১৬| ২২ শে আগস্ট, ২০১২ রাত ১০:৪৭

বৃষ্টি ভেজা শিকারী বলেছেন: আগে জানতাম না তোহ।

২৩ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৪৬

শায়ক বলেছেন: এই টো এখন জেনে নিলেন ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.