![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশ এ ই-কমার্স ব্যবসা শুরু হয়েছে খুব বেশিদিন হয়নি এর মধ্যে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে এই ই-কমার্স। বাংলাদেশের যেকোন প্রান্ত থেকেই একজন ক্রেতা পেয়ে যাচ্ছেন তার পছন্দের পণ্য। এতে অনেক সুবিধাই হয়েছে মার্কেট এ ঘুরতে হয়না সময়টা অনেক বেঁচে যায়। আর অনেক ভিন্ন ধরনের পণ্য পাওয়া যায় যা হয়তো মফস্বলের বাজারে যেতে অনেক সময় লাগতো। প্রতিটা জিনিসেরই ভালো খারাপ দুই দিক আছে সেটা ব্যবসা হোক আর চাকরি ই-কমার্স বাংলাদেশে আসার পর অনেক দেশি বিদেশী কোম্পানি এই ব্যবসা শুরু করেছে তাতে অনেক বেকার মানুষের কর্মসংস্থান হয়েছে। হয়েছে অনেক উদ্যোক্তা। তাদের মাঝেই কিছু অসাধু লোক এই ই-কমার্স কে কলংকিত করার চেষ্টা করে যাচ্ছে বিভিন্ন ভাবে।
তারা এর জন্য অনেক পন্থা অবলম্বন করে যাচ্ছে এদের কাছ থেকে সাবধান থাকতে হবে আমাদের সবার ক্রেতা-ব্যাবসায়ী। এই দলে দুইটা বিষয় নিয়ে কাজ করে এক কিছু লোক ফেইসবুক এ একটা একাউন্ট খুলে কিছু পণ্য আপলোড করে ক্রেতাদের কাছ থেকে বিকাশ এর মাধ্যমে অগ্রীম টাকা অথবা কুরিয়ার এ কন্ডিশন এর মাধ্যমে পণ্য পাঠানোর নামে প্রতারণা করে আসছে। আর তাতে করে সাধারন ক্রেতাগণ আস্থা করতে হিমশিম খায় আসল অনলাইন শপ গুলার প্রতি। একটা সময় বাংলাদেশ এর সব চাইতে সফল সেক্টর হবে এই ই-কমার্স সেটা চাকরী আর বিনিয়োগ যাই হোক। এই সম্ভাবনাময় শিল্পকে ধ্বংস না করে সবাই এর পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন বলে আশা করছি। ই-কমার্স ব্যবসার সাথে যারা জড়িত অথবা যারা শুরু করবেন ভাবছেন তাদেরকে বলবো পন্যের গুনগতমান, মূল্য এবং আপনাদের সেবার প্রতি বিশেষ দৃষ্টি রাখার অনুরোধ করছি। http://www.vendbd.com ০১/০২/২০১৬ থেকে তাদের যাত্রা শুরু করেছে এরা শুধু মাত্র পরুষদের ফ্যাশনেবল পন্য টি-শার্ট, পোলো, শার্ট, প্যান্ট, পাঞ্জাবী ইত্যাদি বিক্রয় করে থাকে, এদের স্লোগান হলো we trust quality, এখন পর্যন্ত তারা তাদের কথা রেখেছে পণ্যের গুণগতমান, মূল্য এবং সেবা দেখে বোঝাই যায় তাদের স্লোগান এর সাথে আসলেই তাদের কাজের মিল আছে,তার প্রমান পেয়েছি আমি নিজে কয়েকবার তাদের কাছ থেকে কিছু পণ্য ক্রয় করার পর ।ওনাদের অনেক পোস্ট আমি বিভিন্ন পেইজ এ পড়েছি সেখান থেকেই জানতে পারলাম তাদের এই মহান উদ্যোগ এর ব্যাপারে, ই-কমার্স প্রতিষ্ঠান হিসেবে তারাই প্রথম একটা জনসেবা মূলক উদ্যোগ নিয়েছে আর সেটা হলো http://www.vendbd.com এর লভ্যাংশের শতকরা ৫ ভাগ এই সমাজের অসহায় দুস্থ মানুষদের মাঝে প্রতি ৩মাস পরপর বিতরণ করবে বলে ঘোষণা দিয়েছেন , যার ছবি এবং ভিডিও তাদের ফেইসবুক পেইজ এ আপলোড করে দিবেন। তাদের এই উদ্যোগ কে সাধুবাদ জানাই। http://www.vendbd.com এর মতো করে যদি সকল ধরণের প্রতিষ্ঠান এই উদ্যোগ নিতো তাহলে হয়তোবা বাংলাদেশের মানুষ শীত বস্ত্রের অভাবে পড়তোনা, পানিবন্দী মানুষদের ত্রাণ এর অভাব হতোনা, প্রতিটা মানুষ কাজের সুযোগ পেতো। শিক্ষা বঞ্চিত শিশুগুলা পড়াশুনার সুযোগ পেতো। আর যে জাতি যত শিক্ষীত সেই জাতি ততটাই উন্নত। আমার বিশ্বাস তারা তাদের এই কার্যক্রম অব্যাহত রাখবেন।
©somewhere in net ltd.