| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিরকুমার থাকবেন হুল গান্ধী
পরিবারতন্ত্রের রাজনীতি থেকে মুক্ত হতে সম্প্রতি বিয়ে না করার ইঙ্গিত দিয়েছেন বিখ্যাত গান্ধী পরিবারের সদস্য রাহুল গান্ধী। ঐতিহ্যবাহী কংগ্রেস দলের ৪২ বছর বয়সী সাধারণ সম্পাদক রাহুল গান্ধী গত সপ্তাহে কংগ্রেসদলীয় আইনপ্রণেতাদের সভায় বলেন, ‘বিয়ে করলে সন্তান হবে। আমি লক্ষ্যচ্যুত হয়ে যাব। আর চাইব আমার সন্তান যেন আমার আসনে অধিষ্ঠিত হয়।’ রাজনীতি নিয়েই জীবনটা কাটিয়ে দেওয়ার পরিকল্পনা এই চিরকুমারের।সূত্র : প্রথম আলো
চিরকুমার থাকবেন রতন টাটা
অচেনা নারীর সঙ্গে সম্পর্কটা কেমন হবে—এমন ভয় থেকে বিয়ে করার সাহস করেননি ৭৫ বছর বয়সী শিল্পপতি রতন টাটা। সিএনএন ইন্টারন্যাশনালের টক এশিয়া অনুষ্ঠানে তিনি বিয়ে না করার গল্প করতে গিয়ে বলেন, চারবার তিনি বিয়ের ‘খুব কাছাকাছি’ গিয়েছিলেন। তবে এক ধরনের ভীতি থেকে তিনি পরে পিছু হটেন এবং বিয়ে না করার সিদ্ধান্ত নেন।সূত্র : প্রথম আলো
রাহুল বোস
বাণিজ্যিক ও বিকল্পধারার চলচ্চিত্রের সফল অভিনেতা রাহুল বোস নিজেকে ‘অসুন্দর’ আর ‘গরিব’ মনে করেন। ৪৫ বছর বয়সী এই অভিনেতার ভাষ্য, ‘আমি “ভীষণ কদাকার”। এ ছাড়া যোগ্য পাত্রী খুঁজে পাওয়ার জন্য আমাকে আরও ধনী হতে হবে।’ সূত্র : প্রথম আলো
সালমান খান
বলিউডের ৪৭ বছর বয়সী জনপ্রিয় নায়ক সালমান খানের দাবি, তিনি বিয়ে করা থেকে মুক্তি পেতে অনবরত কাজ করে চলছেন। তবে বিয়েতে অনাগ্রহী হলেও বাচ্চাকাচ্চা তাঁর পছন্দের বলে জানালেন।সূত্র : প্রথম আলো
আবদুল কালাম
ভারতে ক্ষেপণাস্ত্র প্রকল্পের জনক ও অন্যতম জনপ্রিয় রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামও চিরকুমার। পরমাণুবিজ্ঞানী হিসেবে যত সফল, বিয়ে করলে নাকি তাঁর অর্ধেক সাফল্যও অর্জিত হতো না—এমনটাই এক বন্ধুকে মজা করে বলেছিলেন তিনি।সূত্র : প্রথম আলো
©somewhere in net ltd.