নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহা কালের আবর্তনে আমিও এক যাত্রী ....

মহা কালের আবর্তনে আমিও এক যাত্রী।

গরু গুরু

আমি আপনি আমরা ....

গরু গুরু › বিস্তারিত পোস্টঃ

ডাক্তার মশাইদের দৃষ্টি আকর্ষন করছি।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৯

গত কয়েক দিন ধরে আমার খুব মাতা ধরা,

শরিল দুর্বল অনুভব করি,

মাঝে কয়দিন গ্যাসট্টিক সমস্যা কমলেও হঠাৎ করে বেড়ে যাওয়ায় অসহ্য কষ্টের মাঝে আছি।

অনুগ্রহ করে ব্লগের ডাক্তার সদস্যদের সু পরামর্স কামনা করচছি?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৮

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: ভাই আমি ডাক্তার না, তবে কয়েকটা প্রশ্ন আছে-
১/ বাম হাত -পা কি অসাড় হয়ে আসে
২/ বুকে ব্যাথা অনুভব করেন
৩/ মাঝে মাঝে নি:শ্বাস নিতে কষ্ট হয়
৪/ পর্যাপ্ত খাবার খান তার পরেও শরীর দুর্বল লাগে
৫/ ব্লাড প্রেশার স্বাভাবিক আছে
৬/ শারীরিক এবং মানসিক অবসাদে ভুগছেন
উত্তরগুলো দেন আর রিসেন্টলি কি ইসিজি করিয়েছেন।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫০

গরু গুরু বলেছেন: ১। জি না। তবে মাঝে মধ্য ঘাড়ে অ কোমরে ব্যথা করে।
২। ঠিক বুকে নয়, য়ক আর পপেটের জয়েন্টে ব্যথা হয়। যখম ব্যথা হয়, তখন শাস নিতে খুভ কশট হ্য।
৩। রাতে ঘুম ভাঙলে এমন হয়।
৪। হ্যা।
৫। বেশির ভাগ সময় লো হয়, ডিম বা অর সেলাইন খেলে ঠিক হয়ে যায়।

৬। মানষি বিসাধ বলতে, কোথাও মনের মত চাকরী না পেয়ে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। হতাশা আছে

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪০

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: আপনার প্রথম ও প্রধান চিকিৎসা হচ্ছে আপনি সকল কর্মকান্ড থেকে সপ্তাহখানেক দূরে থাকুন। মনকে প্রফুল্ল রাখুন। নিয়মিত খাবার খান, দুধ জাতীয় খাবার পরিত্যাগ করুন। ইসমোপ্রাজল জাতীয় ওষুধ খান। ক্যালসিয়াম ডি খান।
ভালো একজন মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নিন। বিশেষজ্ঞ অবশ্যই আপনাকে কয়েকটা টেস্ট দিবে। সেগুলোর উপর ভিত্তি করে হয়তো চিকিৎসা দিবে। মানসিক অবসাদ দূর করার জন্য বন্ধু বান্ধবের সাথে ধুমাইয়া আড্ডা মারেন। বিদেশ যেতে পারেন। তবে যেদেশে যাবেন সেদেশের ভাষা আর যে কাজের জন্য যাবেন সেটার উপর কিছু ট্রেনিং নিয়ে যাবেন তাহলে গিয়ে ভালো করতে পারবেন। বেস্ট অব লাক।

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩১

গরু গুরু বলেছেন: ধন্যবাদ আপনার সহযোগিতা জন্য।
পাওনার মুল্যবান পরামর্শ মেনে চলার চেষ্টা করব। আশা করি এতে ভালো কাজ হবে। আবারো আপনাকে ধন্যবাদ ভুঁইয়া ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.