নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খালুকে কবরে রাখার পর সবাই চলে যায়। কয়েকজন হুজুর আর আমি থেকে যাই। আসলে দাফনের কোনো কাজ বাকী ছিলনা। হুজুরদেরকে ওখানে দাড়িয়ে থাকতে দেখে আমিও থেকে যাই।
এমন সময় এক জন হুজুর কিছু একটা পাঠ করতে শুরু করলেন। এবং সদ্য দেওয়া কবরের উপর হাতরেখে উনি কবরের সওয়াল জাওয়াব আওড়াতে থাকলেন।
মার রাব্বুকা ?
- রাব্বি আল্লাহ।
মা দীনুকা?
- দীন আল ইসলাম।
মান হাজার রাজুল?
- হযরত মুহাম্মদ মস্তফা (সাঃ)
এই ভাবে একবার দুইবার বহুবার উনি পাঠ করতেই থাকলেন।
এক জন হুজুরকে জিজ্ঞেস করলাম উনি কি করছেন?
হুজুর জানালেন এটা হল তালকিম। তালকিম করার মাধ্যমে মৃতের কবরের সয়াল জওয়াবে উপরথেকে জওয়াব দেওয়া হয়।
আমি আর ঐ হুজুরদের সাথে কথা বারালাম না। উনাদের অনেক কাজ কর্মই আমার অপছন্দ ।
আচ্ছা সত্তি কি মৃত ব্যক্তির কবরের সওয়াল জওয়াবে জীবিতরা সাহাজ্য করতে পারে?
নাকি আমাদের মতো দুর্বল চিত্তের ইমানদারদেরকে ঠকানোর কৌশল?
তাহলে আর আমল ইবাদাতি করার দরকার কি?
খালু তার জিবনে খুব কম তাহাজ্জুদই ছাড় দিয়েছেন। খালুকে পেলে বলতাম, আপনি খামুখা এসব আমল করেছেন।
এরচেয়ে ঢের ভালো আপনার আশ পাশের হুজুরদের ভালো করে দাওয়াত খাওয়াতেন।
তালকিম শেষ । অতপর হুজুরেরা বাড়িতে আসলেন। সবাইকে আস্বস্ত করে বলতে লাগলেন,
কবরে সওয়াল জওয়াব অনেক ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে ইত্যাদি ইত্যাদি ..……
উললেখ্য, এই মৌলোভিরা সিলেটের একটি আঞলিক মাজার পুজারি বেদাতি সম্প্রদায়।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৭
গরু গুরু বলেছেন: what do u mean?
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮
কথার পাগল বলেছেন: সাবধান করে দিলাম! এসব ফাইজলামী এখানে করবি না। তোকে সামুতে ঢুকতে দিলো যে কে,,,হ্যারেই আমি খুজি রে আফজল
২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৮
গরু গুরু বলেছেন: আপনি কি আমাকে কিছু বললেন? মিষ্টার পাগল
৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৮
দিনের শেষ আলোকবিন্দু বলেছেন: ইসলাম আজ এদের কারনেই বিকৃত।।।।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১০
গরু গুরু বলেছেন: এই বেদাতি কাটমোল্লাদের কারনেই আজ আলেম সমাজকে মানুষ ভুল বুঝার অবকাশ পায়।
৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১৮
নিস্পাপ একজন বলেছেন: এই মাসালা কাঠমোল্লারা পাইল কই? স্বপ্নে পাইছে মনে হয়।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৫
গরু গুরু বলেছেন: এরা ত লেবাস দারি বেদাতি কাট মোল্লা
৫| ০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:২২
শাওন আহমেদ কবির বলেছেন: ভন্ড সব
©somewhere in net ltd.
১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৮
হানিফঢাকা বলেছেন: There is no life in the grave