নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের সিলেটে একটি আঞ্চলিক পরজীবী গোষ্টি আছে । যারা ইসলাম ধর্মকে নিজেদের মতো করে
মডিফাই করে নিয়েছে ।
জকিগঞ্জের বিশেষ এক ভন্ড পীরের উম্মত । যদিও তারা তাদের পীরকে পীর না বলে সাহাব কিবলা বলে ডাকতেই বেশি পছন্দ করেন ।
তাদের কাছে ধর্ম হলো জিবীকা নির্বাহের অন্যতম মাধ্যম ।
এই যেমন মাজার পুজার পাশাপাশি একটি কোরান খতম ৫০০ থেকে তার উপরে ।
মিলাদ ৫০ থেকে ৫০০ টাকা ।
কবর জিয়ারত ১০ থেকে ৫০ টাকা ইত্যাদি নানাবিধ কুফরি ও ফালতু প্যাকেজের মাধ্যমে তাদের জিবীকা চলে । তার উপর আছে দলিয় দাওয়াতের নাম করে আহামরি ভুরিভুজ ।
প্রবাসী বিশেষত লন্ডন প্রবাসীদের সাথে উনারা একটি পদলেহ্য ধরনের সম্পর্ক রাখতে পছন্দ করেন।
জকিগঞ্জে এই বিশেষ ধর্মের আবির্ভাব ঘটলেও বিশ্বনাথ, জগন্নাথপুর,তাজপুর, ও দক্ষিন সুরমার আংশিক অংশে এই গোষ্ঠির প্রভাব পরিলক্ষিত হয় ।
শুধু সাংস্কৃতিক ও শিক্ষাগত পশ্চাদ পদতার পেছনে অর্থনৈতিক কারনটাও এর পেছনে বিবেচ্ছ্য ।
এরা নিজেদের গোমরামি ও লোভ চরিতার্থ করতে গিয়ে নানা ভাবে ইসলাম ধর্মের অপব্যাখ্যা প্রদান করে।
এই প্রতিক্রিয়াশীল গোষ্ঠির কাছে মুক্ত চিন্তার কোনো মুল্য নেই। এবং বর্তমান সময়ে আওয়ামিলীগই হলো এদের একমাত্র আশ্রয় ও ত্রাণ কর্তা ।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪২
গরু গুরু বলেছেন: ভন্ডদের জয় জয়কার।
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৪
অন্তর চৌধুরী বলেছেন: ছি,ছি,ছি..আমাদের মুসলমান জনগুষ্টির কিছু সংখ্যক মানুষের এতটা অদপতন।
"এদের জ্ঞান দাও প্রভু,এদের ক্ষমা কর"
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪১
গরু গুরু বলেছেন: "এদের জ্ঞান দাও প্রভু,এদের ক্ষমা কর"
©somewhere in net ltd.
১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৩
হানিফঢাকা বলেছেন: Its everywhere