নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাথে আছি, সাথে ছিলাম, সাথেই থাকব।
জিততে পারনি তাতে কী?
বিশ্ব বাসির সামনে যে লাল সবুজের পতাকা তোলে ধরলে সেটাকি কম?
খেলার ছলে আজ পৃথিবীর মানুষ অন্তত একবার মুখে নেবে বাংলাদেশের নাম।
আজ পারনি, তাই বলেকি কাল পারবেনা এমনতো কথা নায়। যা খেলেছ ভালো খেলেছ। ইনশাহ আল্লাহ আগামিতে আরো ভালো খেলবে।
তুমাদের বিজয় শুধু তুমাদের নয়, ১৮ কোটি বাংলাদেশির।বিজয়ের ভাগ নেব। আর পরাজয়ে মির্জাফরের মত পালিয়ে যাব, এমন বাংলাদেশিদের প্রতি রইল শত কোটি ঘিন্না ভরা ধিক।
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৫
ডিজ৪০৩ বলেছেন: ভাল লাগলো
৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৮
নিস্পাপ একজন বলেছেন: বাংলাদেশের খেলা দেখে উন্নতির কোন ছাপ চোখে পড়েনি। তাই মনটা খারাপ
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৭
গরু গুরু বলেছেন: পরাজয়ই বিজয়ের পুর্বশর্ত।
৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৬
গরু গুরু বলেছেন: আমাদের খেলোয়াড় দের মাঝে সম্ভাবনা প্রচুর।
সমস্যা হল টিম মম্যানেজমেন্টে।
©somewhere in net ltd.
১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩০
ইমতিয়াজ ১৩ বলেছেন: তোমাদের বিজয় শুধু তুমাদের নয়, ১৮ কোটি বাংলাদেশির।বিজয়ের ভাগ নেব। আর পরাজয়ে মির্জাফরের মত পালিয়ে যাব, এমন বাংলাদেশিদের প্রতি রইল শত কোটি ঘিন্না ভরা ধিক।
একমত