![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক
বাংলাদেশের (বাঙালি বললাম না এতে কলকাতার মানুষও চলে আসে ) মানুষ যে হুজুগে বাংলাদেশী তা আবারও প্রমান করলো।
মাশরাফি কে বাজরঙ্গি ভাইজান মুভি দেখানো হয়েছে,, এমন ফলাও করে প্রচার করতেছে মনে হচ্ছে মাশরাফিই মেইন চরিত্রে অভিনয় করেছে। আরে ভাই মেথিউজকেও তো দেখাইছে,, আমি সিউর শ্রীলংকান সাংবাদিক বা জনগনের এই নিয়ে কোন মাথাব্যথা নাই। তাহলে বাংলাদেশীরা এমন করে কেন? সিম্পল একটা জিনিসকে আবেগের কভার পড়িয়ে সবাই কে গিলাচ্ছি।
আরে ভাই কম্পিউটারে বসে মুভি দেখে দেখে সংবাদ না করে, মাঠে নেমে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যে ভ্যাট নিয়ে আন্দোলন করতেছে সেই বিষয়ে সংবাদ করুণ, কর্তৃপক্ষ সজাগ হবে,, আর ছাত্রছাত্রীদেরও উপকার হবে,।
ক্ষমতাকে মানুষের জন্য ব্যবহার করুণ।
১৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৩৫
স্বপ্নবাজ তরী বলেছেন: তুমি কোন বিষয়ে প্রতিবাদ করবে , তা প্রতিবাদের ব্যনারে উল্লেখ না করে কিভাবে করবে ???? জানালে খুশি হবো ....
এখানে বাংলাদেশি সাংবাদিকেরা যে , সিম্পল একটা জিনিসকে আবেগের কভার পড়িয়ে সবাই কে গিলাচ্ছে , তার প্রতিবাদ করা হয়েছে
২| ১৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:২৭
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ৫-১০ লাখ টাকা খরচ যারা পড়াশুনা করে তারা ৭% করে সরকারকে ট্যাক্স দিলে খুব বেশি একটা সমস্যা হবে বলে মনে হয়না। ট্যাক্স নেওয়ার সময় একটা কাজ করা যেতে পারে , পিতা বা অভিভাবকের বাৎসরিক আয়ের কপি সংযোজন করলেই হবে এবং এ টাকার একটা অংশ ইনকাম ট্যাক্সের রেওয়াতের আওতায় আনলে নিম্ম মধ্যবিত্ত ( যারা একেবার খুব উচ্চবিত্ত না) তাদের অংশটা বিবেচনায় আনা হবে।
ইংলিশ মিডিয়াম সবগুলা স্কুলে ট্যাক্স ১৫% করা উচিৎ। কারণ ইংলিশ মিডিয়ামে বেশিরভাগই সমাজের উচ্চবিত্ত পরিবারের।
১৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৪০
স্বপ্নবাজ তরী বলেছেন: আপনার যুক্তির কিছু অংশের সাথে আমি একমত ,,, এই বিষয়ে নিয়ে আমি একটা লেখা লিখতেছি ,, আশা করি ঐখানে বিস্তারিত জানতে পারবেন
১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:২০
স্বপ্নবাজ তরী বলেছেন: Click This Link
৩| ১৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:১২
মারুফ তারেক বলেছেন: মিডিয়া কী বলবে? সত্যি কথা বললে তো ওরা সরকারী দালাল।আর কিছু বললাম না।
১৫ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৪২
স্বপ্নবাজ তরী বলেছেন: সহমত
৪| ১৬ ই আগস্ট, ২০১৫ রাত ২:৩৪
বুয়েটিয়ান বলেছেন: উচ্চবিত্তদের কি লেখাপড়া করা অপরাধ????????
১৬ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:২৭
স্বপ্নবাজ তরী বলেছেন: সরকারের আচরণে তো তাই মনে হচ্ছে
৫| ১৬ ই আগস্ট, ২০১৫ সকাল ৭:০১
তাশফিয়া নওরিন বলেছেন: সহমত
১৬ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৩০
স্বপ্নবাজ তরী বলেছেন: ধন্যবাদ
৬| ১৬ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:১২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমার বাবা এটিএম বুথ নয়,টাকা কি গাছে ধরে
বাহ প্রতিবাদের ভাষা দারুন লেগেছে.......ছাত্রনেতাদের অনেক কিছু শিখার আছে
তবে শন্কার কথা দেশে শান্তিপূর্ণ প্রতিবাদে কারো টনক নড়ে না,মোটা চামড়ার জাতি আমরা
চমৎকার মুন্সিয়ানায় দৃষ্টি আকর্ষন করেছেন
দারুন স্ট্রাটেজি
অনেক সাধুবাদ মশাই
১৬ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৩১
স্বপ্নবাজ তরী বলেছেন: ধন্যবাদ ...
৭| ১৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৩২
লেখোয়াড়. বলেছেন:
আমরা বাংলাদেশীরা নৈতিকতায় শিক্ষিত না।
এই জন্য চারিদিকে এত দুরাবস্থা।
১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪২
স্বপ্নবাজ তরী বলেছেন: সহমত
©somewhere in net ltd.
১|
১৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:২৬
নেবুলাস বলেছেন: ভাই প্রচারতো আপনি করতেছেন। আপনার এই লেখা পড়ে আমি জানলাম।