নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ সোহাগ (A sinner slave of Allah) 2. সভ্যতার অসংগতি তুলে ধরার চেষ্ঠা করি ।\n

স্বপ্নবাজ তরী

প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক

স্বপ্নবাজ তরী › বিস্তারিত পোস্টঃ

নগ্ন আধুনিকায়ন এবং আদিম মানুষ ও একটি সাহসী মেয়ের গল্প

১৭ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৪৪


সাংবাদিক এবং মঞ্চাভিনেত্রী চিরন্তনা ভাট বলেন, "হিন্দি ছবিকে যতটা রক্ষণশীল বলে ভাবা হয়, ততটা আসলে নয়। পরিস্থিতি বদলাচ্ছে। অনেক হিন্দি ছবিতেই এখন দীর্ঘ চুম্বনের দৃশ্য, প্রেম করার দৃশ্য দেখানো হয়।বেশ সুন্দরভাবেই এসব দৃশ্য যোগ করা হচ্ছে।" আবার গত কয়েকদিন ধরে ব্লগে দেখতেছি বাংলাদেশের নায়লা নাঈম কে সবাই বাহবা দিচ্ছে, তার খোলামেলা দৃশ্যের জন্য। একজন ব্লগারের দৃষ্টিতে তা হল এমন "আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন। বদলানো উচিৎ আমাদের সেকেলের ধ্যানধারণা। আধুনিকায়নের স্বার্থে, আমাদের দেশীয় সংস্কৃতিকে বিশ্বের দরবার তুলে ধরার জন্য এই পরিবর্তন আবশ্যক।
যে পশ্চাত্যকে আমরা আধুনিকায়নের উৎপত্তিস্থল মনে করি , তাদের দৃষ্টিতেও আধুনিকায়নের মুলভিত্তি হল " প্রযুক্তিগত, অর্থনৈতিক, রাজনৈতিক উন্নয়ন, কখনো নগ্নতা, অশ্লীলতা নহে। ঐদেশে নগ্নতা, অশ্লীলতা তাদের অনেকটা ২য় সংস্কৃতির মত। অথচ ভারতীয় উপমহাদেশে তাদের ২য় সংস্কৃতিকে আধুনিকায়ের মূলভিত্তি হিসেবে গন্য করা হচ্ছে । ফলে আমরা অন্যের সংস্কৃতিকে গুরুত্ব সহয়কারে প্রাধান্য দিয়ে পালন করার মাধ্যমে নিজেদেরকে অন্যের মধ্যে হারিয়ে ফেলে অস্তিত্বহীন প্রজাতি পরিনত হচ্ছি, তা এখন বুঝতে পারছিনা।

আর উপমহাদেশের সাংবাদিকেরা,,যখনই কোন মেয়ে (বিশেষ করে মিডিয়ায় যারা কাজ করে) নগ্ন, বা কোন সেক্সুয়াল অংশে অভিনয় করে, তা মিডিয়া সাহসী দৃশ্য হিসাবে প্রচার করে। সাহসী দৃশ্য কি শুধু সেক্সুয়াল দৃ্শ্যে অভিনয় কে বুঝায়???? আর এই ধরনের প্রচার করার মাধ্যমে কারা বেশি সুবিধা পাচ্ছে??? এখানে কি নারীদেরকে বড় করা হল নাকি ছোট???? এধরনের প্রচারণা কি, নারীদের প্রতি পুরুষদের সেক্সুয়াল হ্যারেসমেন্টের আংশকা বাড়িয়ে দেয় না????
সহজ একটি জিনিস আমরা কেনো বুঝতে চাই না যে, নগ্নতায় যদি আধুনিকায়নের বিবেচ্য বিষয় হয়ে থাকে, তবে "আদিম মানুষেরা কেনও পৃথিবীর সর্বকালের সেরা আধুনিক মানুষ নহে?।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.