নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ সোহাগ (A sinner slave of Allah) 2. সভ্যতার অসংগতি তুলে ধরার চেষ্ঠা করি ।\n

স্বপ্নবাজ তরী

প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক

স্বপ্নবাজ তরী › বিস্তারিত পোস্টঃ

ধর্ষণের সাথে হলুদ সাংবাদিকতা !!!!!!!

২০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৭


গত কয়েক মাস ধরে অনলাইন নিউজপোর্টাল গুলোতে প্রতিনিয়তধর্ষন, গনধর্ষনের খবরে,অনলাইন পাঠকদের মাতিয়ে রেখেছে।বাংলাদেশে কি হঠাৎ করে ধর্ষনের মাত্রা বেড়ে গিয়েছে নাকি পূর্বেও ধর্ষন হতো, কিন্তু প্রকাশ হতো না, অথবা পরিবার বা সামাজিক নিয়মনীতি তে সেগুলো চাপা পড়ে যেত?? আমার মতে, পূর্বে ধর্ষন হতো কিন্তু সামাজিকতা আর দুর্বল সংবাদমাধ্যমের কাঠামোর জন্য সেগুলো প্রকাশ্যে আসতে পারতো না। কয়েক বছর পূর্বেও বাংলাদেশে অনলাইন নিউজ বলতে কিছুই ছিলনা। সবই ছিল কাগজের ছাপানো। ঐসকল ছাপানো পত্রিকায় ধর্ষনের খবর ঠাঁই হলে হতো কোন এক কোনায়, যা অধিকাংশ পাঠকের চোখে পড়তনা। কারন গুরুত্ব সহকারে ধর্ষনের খবর ছাপানোর চেয়ে, গুরুত্বহীনভাবে ছাপানো অথবা না ছাপানোর জন্য জন্য অধিক উৎকোচ পেয়ে থাকতো। এখন প্রশ্ন জাগতে পারে, এখন ছাপানোর কারন কি? আসলে আপনারা একটু চোখ খোলা রেখে দেখলেই তা বুজতে অসুবিধা হবার কথা নহে। যেসকল ধর্ষনের খবর ছাপাচ্ছে, তার মধ্যে কোনটাই প্রথম, দ্বিতীয়, তৃতীয় সারির সংবাদমাধ্যম নহে (আবার কখনো ছাপালেও তা অনলাইন নিউজ পোর্টাল, কারন এতে তাদের সাইটের ভিজিটর বাড়ে।আর মূল ছাপানো কাগজে তা আগের মতই অবহেলিতই থাকে ), আর চতুর্থ,সারির অনলাইন সংবাদমাধ্যমর গুলোও ভিজিটর বাড়ানোর আশায় ছাপায়। অধিকাংশ অনলাইন সংবাদ মাধ্যম গুলোর ছাপানো পত্রিকাও নেই। ফলে ধর্ষনের খবর অনলাইনের সাথে সম্পর্কিত মানুষের কাছে যতটা গুরুত্ব পায়,যারা অফলাইনে থাকে তাদের কাছে তত অজানায় থেকে যায়।ফলে ধর্ষনের খবর সমানভাবে সবাইকে নাড়া দিতে পারতেছে না। যার ফলে এর বিরুদ্ধে যেমন কঠোর আন্দোলন গড়ে তোলা যাচ্ছে না, তেমনি গনসচেতনতাও বাড়ানো যাচ্ছে না। তবে আশার কথা হচ্ছে, যারা এখন ধর্ষনের শিকার হচ্ছে তারা সহসিকতা সাথে ধর্ষকের বিরুদ্ধে আইনি সহয়তা চাচ্ছে, যা পূর্বে বিভিন্ন সামাজিকতার বেড়াজালে দামাপাচা পড়ে যেত। ধর্ষন বাড়ার বিভিন্ন কারণ রয়েছে, যেমন পশ্চিমা সংস্কৃতির অনুকরণ , যেখানে
জোর করে শালীনহানি করা অনেকটা প্যশন, এবং পারিবারিক বা সামাজিকতা শিক্ষার অপর্যাপ্ততা (যেভাবেপরিবার ভেঙে ক্ষুদ্রকায় পরিনত হচ্ছে, অধিকাংশ ক্ষেত্রে বাবা মা উভয় চাকরীজীবি,তাতে ছেলে মেয়েরা নৈতিক শিক্ষা হতে বঞ্চিত হচ্ছে)আর সবচেয়ে দুঃখজনক হচ্ছে
সংবাদমাধ্যম গুলো যতটা উৎসাহ নিয়ে ধর্ষনের খবর ছাপাচ্ছে,ধর্ষকের বিচারিক কার্যক্রম ততই অবহেলিত থেকে গেছে। তা যেমন ছাপানো পত্রিকায় ঠিক তেমন অনলাইন নিউজ পোর্টালগুলোতেও। অধিকাংশ ক্ষেত্রে দেখে যায়,ধর্ষকের জামিনের খবর ফলাও করে ছাপাচ্ছে।
ফলে যা হবার তাই হচ্ছে, ধর্ষনের মাত্রা দিনদিন বাড়তেছে।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন:

১০০০০০০০ বা সহমত!!!!!!!!

২০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩২

স্বপ্নবাজ তরী বলেছেন: অনেক ধন্যবাদ

২| ২০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪০

আমি মিন্টু বলেছেন: ঠিক কইছেন ব্রাদার । এটা দেশের একজন নাগরীক হিসেবে সঠিক কথা বলছেন । :)

২০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪৩

স্বপ্নবাজ তরী বলেছেন: অনেক ধন্যবাদ সহমতের জন্য

৩| ২০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০৭

প্রামানিক বলেছেন: পোষ্টারটা ভালই লাগল। ধন্যবাদ

২০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১২

স্বপ্নবাজ তরী বলেছেন: ধন্যবাদ

৪| ২০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১০

আবুল ০০৭ বলেছেন: আসলে ধর্ষণ সংবাদের প্রতি সংবাদপত্রগুলো অতিউৎসাহ দেখায়। শুধু তাই নয় মানুষের চরিত্রহননেও তাদের জুড়ি নেই। সম্প্রতি প্রথম আলো সম্পাদক মতিয়া চৌধুরীকে নিয়ে বিশেষ লেখা লিখেছেন। বক্স করে সেটা প্রথম পাতায় প্রকাশিতও হয়েছে। এই উলঙ্গপনা সাংবাদিকতা হতে পারে না। আবার যুগান্তর পত্রিকা একজন ডাক্তারের বিরুদ্ধে লাগাতার মিথ্যা সংবাদ প্রচার করে গেছে। ধর্ষণ করাও যেমন অপরাধ, আবার মানুষের চরিত্র হননও একধরনের অপরাধ। এটাও চরমমাত্রায় হলুদ সাংবাদিকতা।

দুটি লেখা পড়ে নিতে পারেন-

১। অসির চেয়ে মসি বড়
২। নৈতিকতাবর্জিত গণমাধ্যম

২০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

স্বপ্নবাজ তরী বলেছেন: সহমত ,,লেখা দুটির জন্য ধন্যবাদ

৫| ২০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭

তপ্ত সীসা বলেছেন: পেপারগুলায় মনে হয় গরু খোজার মত কইরা ধর্ষন খুজে। এরাই গোপনে ধর্ষক পয়দা করায় লিপ্ত নাকি কে কইবো ভায়া

২৩ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১৬

স্বপ্নবাজ তরী বলেছেন: X(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.