![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক
কবি সাহিত্যিক কেন লিখে
তা আমি জানি না।
আমার মনের সকল কথা কবিতায়
লিখে রাখি , তা না হলে আমার চলে না।
আমি লিখেছি আমার সকল কথা
লিখেছি না দেখা হৃদয়ের সকল ব্যথা।
কবি সাহিত্যিকর মত আমি খুঁজিনি ছন্দ
আমি শুধু মিটিয়েছি মনের আনন্দ ।
আমি তো কবি হতে কবিতা লেখিনি
আমি তো ছন্দের জন্য পথে পথে হাঁটিনি
যখন যা মনে এসেছে , তাই লেখেছি আমি,
যদি এমনিই হয় কবিত্বই,তবে কবি আমি।
২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১২:২৭
স্বপ্নবাজ তরী বলেছেন:
২| ২৪ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৩৪
তুষার কাব্য বলেছেন: ভালই লাগলো !
২৪ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৪০
স্বপ্নবাজ তরী বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকে কবি বলেই মনে হচ্ছে ।+