![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক
কবে আমরা ঠিক হবো ??????
এমন স্বভাব ঠিক করবে কোন প্রশাসন, কোন সরকার ?? যদি নাগরিকেরা ঠিক না হয়??
আমরা কি শুধু সেলফি তুলবো ???????
!!!!!!!!!!!!!!!!!!!!! আসুন সবাই ভিডিও করি !!!
!!!!!!! আমরা অতি ভদ্র প্রাণী, নাহি ছুই কাদা পানি
!!!!!!!!!!!!!!! আমার ঘরের আঙিনা, পরিষ্কার করবে বিদেশীনিরা
২৫ শে আগস্ট, ২০১৫ রাত ২:১৭
স্বপ্নবাজ তরী বলেছেন: পুরুষত্বও নাই
২| ২৫ শে আগস্ট, ২০১৫ রাত ২:২৩
গেম চেঞ্জার বলেছেন: রেখেছো বাঙালি করে মানুষ করোনি .. এ বিষয়ে আমিও লিখেছিলাম পড়ে দেখতে পারেন
এইসব জ্ঞানীগুণী কথায় কান দিলে কি চলে বাপু (রম্য)
২৫ শে আগস্ট, ২০১৫ রাত ২:২৮
স্বপ্নবাজ তরী বলেছেন: আগেই পড়েছি .... সুন্দর হয়েছে
৩| ২৫ শে আগস্ট, ২০১৫ রাত ৩:৪৩
আমি শঙ্খচিল বলেছেন: কি বলব লজ্জায় মাথা নত হয়ে যায় ।
২৫ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:০৪
স্বপ্নবাজ তরী বলেছেন: কিছুই বলার নাই
৪| ২৫ শে আগস্ট, ২০১৫ ভোর ৪:০৬
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: বাংলাদেশিরা যে ভদ্র প্রাণী নয় কতো সুন্দর প্রমান । গঠনমূলক কোন চিন্তা এই জাতির নেই ।
২৫ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:০৫
স্বপ্নবাজ তরী বলেছেন: সহমত
৫| ২৫ শে আগস্ট, ২০১৫ সকাল ৭:১৭
পুলক ঢালী বলেছেন: নেতা নেত্রীরা যারা আমাদের চালায় তাদের মধ্যে গঠনমূলক ভাবনা চিন্তা আছে কি ? জনগনকে মোটিভেট করার দায়িত্ব তো তাদেরই । জনগন যদি অসচেতন থাকে, সামাজিক, নাগরিক দায়িত্ব পালনের বিষয়ে অজ্ঞ থাকে, তাহলে বুঝতে হবে নেত্রীত্ব দানকারীরা অজ্ঞ, অসচেতন এবং দায়িত্বজ্ঞানহীন। তাদের তো অনেক সংগঠন আছে, একেকটাকে একেক সামাজিক দায়িত্ব দিয়ে মাঠে নামিয়ে মনিটর করলেই তো হয়। কিন্তু তা কি আর করা হবে ? প্রত্যেকেই আছে ক্ষমতার বলয়ে থেকে নিজের নিজের আখের গোছানোতে ব্যাস্ত। দেশ, জাতি, সমাজ যাহান্নামে গেলে ক্ষমতার রাজনীতিতে বোধহয় সুবিধা হয় ।
২৫ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:০৭
স্বপ্নবাজ তরী বলেছেন: সরকারের দোষ আছে কিন্তু সিটিজেনও তার দায়িত্ব পালন করা উচিত
৬| ২৫ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:২৭
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
কি লজ্জার কথা!!
২৫ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:০৮
স্বপ্নবাজ তরী বলেছেন: কিছুই বলার নাই
৭| ২৫ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:১১
শতদ্রু একটি নদী... বলেছেন: সরকারীভাবে বছরে দুইদিন পরিচ্ছন্নতা দিবস পালন করা উচিত। অফিসের বস থেকে পিয়ন পর্যন্ত রাস্তায় নেমে পরিস্কারের কাজে নামা উচিত। অনেকটাই উপকার হইতে পারে।
২৫ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:২০
স্বপ্নবাজ তরী বলেছেন: বছরে দুইদিন !!!!!!
৮| ২৫ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:১৭
মাঘের নীল আকাশ বলেছেন: নোংরা মানসিকতার একটি জাতির নোংরা বহিঃপ্রকাশ!
২৫ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:২১
স্বপ্নবাজ তরী বলেছেন: হুম
৯| ২৫ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:২২
শতদ্রু একটি নদী... বলেছেন: ১ দিনও করবেনা, অর্ধেক দিন ফাঁকি দিবে। তাই দুইদিনে হাঁফ বেলা কইরা বছরে যদি পুর্ন এক দিবস কাম করানো যায় আরকি
২৫ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৪
স্বপ্নবাজ তরী বলেছেন:
১০| ২৫ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৩২
শফিক2003 বলেছেন: অসাধারণ ,নিঃসন্দেহে প্রসংসনীয় কাজ। বিদেশীদের থেকে আমাদের অনেক ভালো কিছু শেখার আছে
২৫ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৩৭
স্বপ্নবাজ তরী বলেছেন:
১১| ২৫ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:২৩
সুমন কর বলেছেন: লজ্জার কথা।
২৫ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩৩
স্বপ্নবাজ তরী বলেছেন: হুম,
১২| ২৫ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৩০
গোধুলী রঙ বলেছেন: আমাদের হাটতে চলতে দেখতে সক্ষম এমন ৯৫ ভাগ মানুষই অভদ্র আচরনকারী, তাদের সভ্যতা ভব্যতার বালাই নাই।
তবে সমাধানের জন্য কি করতে হবে সবাই জানি কিন্তু করবো না, করলে যে কাদায় হাত লাগাতে হবে!!
২৫ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩৬
স্বপ্নবাজ তরী বলেছেন: শত হলেও বাঙালি আমরা
১৩| ২৫ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪৩
স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো পোষ্ট
২৫ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩৭
স্বপ্নবাজ তরী বলেছেন: ধন্যবাদ
১৪| ২৫ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৭
রাখালছেলে বলেছেন: ধন্যবাদ আঙ্গুল তুলে আমাদের দেখিয়ে দেয়ার জন্য যে আমরা কতটা অসভ্য । আমাদের শিক্ষা নেয়া উচিত তাদের কাছ থেকে যারা আমাদের কাছ খুব বেশী দুরে না থেকেও তারা কতটা নিজের দেশকে ভালবাসে । শুধু সোনার বাংলা বললেই দেশ সোনা হয়ে যায় না । দেশকে সোনা করতে হলে আমাদেরকেই করতেই হবে । অন্য কেউ করে দিবে না ।
২৫ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩৭
স্বপ্নবাজ তরী বলেছেন:
১৫| ২৫ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৩৩
মনুমনু বলেছেন: কিছুটা রাগ হলো। প্রশমন হতেই লিখা শুরু করলাম। ওদের প্রাইমারিতেই হাতেকলমে এগুলো শিখায়। আমরা শিখি গাড়ী ঘোড়া চড়ার। ব্যস এটুকুই......আবার রাগ উঠে যাচ্ছে.............
২৫ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৩৪
স্বপ্নবাজ তরী বলেছেন:
১৬| ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১:২১
তারেক জামিল বলেছেন: আমাদের সরকারের পরিচালনায় এর থেকে বেশি আর কি আশা করা যায় ।
২৬ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৭
স্বপ্নবাজ তরী বলেছেন: নাগরিকদেরও দোষ আছে
©somewhere in net ltd.
১|
২৫ শে আগস্ট, ২০১৫ রাত ২:১২
প্রামানিক বলেছেন: আমাদের আক্কেল নাই।