নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ সোহাগ (A sinner slave of Allah) 2. সভ্যতার অসংগতি তুলে ধরার চেষ্ঠা করি ।\n

স্বপ্নবাজ তরী

প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক

স্বপ্নবাজ তরী › বিস্তারিত পোস্টঃ

জাফর স্যারের বক্তব্য ও আমাদের উদ্বিগ্ন হওয়ার কারণ

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪০

"ছাত্রলীগের নেতা-কর্মীদের প্রতি নেওয়া শাস্তির বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে আজ বুধবার সাংবাদিকদের
কাছে জাফর ইকবাল এ মন্তব্য করেন। জাফর ইকবাল প্রশ্ন তুলে বলেন, ‘শিক্ষকদের ওপর কে হামলা কে করেছে? ছাত্রলীগের ছেলেরা? না। এরা তো ছাত্র,আমাদের ছাত্র। এত কমবয়সী ছেলে, এরা কী বোঝে? ওদেরকে আপনি যা বোঝাবেন, তা-ই বুঝবে। কাজেই আমি যখন দেখলাম যে তিনজন আর চারজনকে বহিষ্কার করা হয়েছে, এখন আমার লিটারালি (আক্ষরিক অর্থে) ওদের জন্য মায়া লাগছে।’ এদের যারা বিপথগামী করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে মুহম্মদ জাফর ইকবাল
বলেন, ‘এই বাচ্চা ছেলেগুলোকে মিসগাইডেড করে পাঠিয়ে দিয়েছে, এখন তারাই বিপদে পড়েছে। ছাত্রত্ব বাতিল হবে, শাস্তি হবে। ওরা কি দোষ করেছে?
কাজেই, এখন আমার খুবই খারাপ লাগছে। এই ছাত্রলীগেরছেলেদের শাস্তি দেওয়াটা এক ধরনের অন্যায়। যে তাদের পাঠিয়েছে, তাদেরকে শাস্তি দেন।’"
সূত্রঃ প্রথম আলো
এই বক্তব্যের মাধ্যমে জাফর স্যার আসলে কি বুঝাতে চেয়েছেন? আমি বুঝতে পারি নি। তিনি এখানে ছাত্রলীগের ছেলেদের বাচ্চা বলতেছেন। তিনি কি বাচ্চা বলে এদেরকে সব দোষকে দামাচাপা দিতে চাননি? মায়ের পেটের শিশু সন্তানও যাদের হাত থেকে রক্ষা পায় না তার কি করে বাচ্চা হয়। এখন থেকে বাচ্চার সংজ্ঞাও পরিবর্ত করতে উনি কার্পন্য করলেন না। কিন্তু কেন উনার এত মায়া সেটাই বুঝলাম না। আপনার এই ধরনের দরদ যে কতটা বিপদজনক আপনার ও দেশের জন্য আপনি কি একটু বুঝতে পারতেছেন না?
ছোট মুখে একটা ভবিষ্যৎবাণী করি "আমি নিশ্চিত আপনি এবার যেভাবে কান্না করছেন হয়তো বৃষ্টির জন্য কেউ তা দেখে নি। পরের বার যখন কান্না করবেন তখন কান্না লুকানোর জন্য বৃষ্টিও খুজে পাবেন না। "

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০৪

ক্ষুদে লেখক বলেছেন: স্যারের কথায় যুক্তি আছে।
তদের শাস্তি দিয়ে কি লাভ!
যারা ছেলেগুলোর অন্তরে বিষ ঢুকিয়ে শিক্ষকদের উপর হামলার জন্যে পাঠিয়েছে তাদেরই শাস্তি দেওয়া দরকার

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:১৪

ই হক মুরাদ বলেছেন: সার্কাস দেখছি সার্কাস, আরো দেখাবে আর আমরা যাতাকলে পিষ্ট জনগন বসে বসে দেখব......... অপেক্ষা ................

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:২৬

নতুন বলেছেন: জাফর ইকবাল স্যার যাই ভাবে বলেছেন সেটাও একরকমের ঠিক।

কিন্তু এই ছাত্রদের হাতে অস্র তুলে দেয় রাজনিতিকরা। তারা যদি ছাত্রদের ক্ষমতার লোভ না দেখায় ..হাতে অস্র না দেয় তবে ঠিকই শিক্ষকরা মানুষ করতে পারবে।

কিন্তু সেটা কি আমাদের দেশের সম্ভব হবে?

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:০৬

ফাহাদ মুরতাযা বলেছেন: " জাফর ইকবাল স্যার যাই ভাবে বলেছেন সেটাও একরকমের ঠিক"


:D :D :D :D
মুরিদদের কথা আর কি কমু!!!
লীগে করলে বাচ্চা আর শিবির /দল করলে সন্ত্রাসী???

৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:২৬

সচেতনহ্যাপী বলেছেন: না বলে পারছি না, শিবির বা ছাত্রদল হলে কি বলতেন?? ভিসির মতই কি?? আসলে উনি কি চান,সেটাই বুঝতে কষ্ট হচ্ছে।। ভিসির পদ না সরকারের রূটি-হালুয়া!! কে বলবে ইনিই সব লোভকে পায়ে ঠেলে এই দূর্ভাগা দেশের উন্নতির জন্য চলে এসেছেন!!
আরো কত এমন দূমুখো নীতির কারনে মার খাবো??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.