![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক
১।এই কৌতুক টি নাকি বিশ্বের সেরা কৌতুক ::
নিউ জার্সির দুজন শিকারি বনে
গেছে শিকার করতে। একজন হঠাৎ
মাটিতে পড়ে যায়। তার চোখ
বন্ধ, শ্বাস-প্রশ্বাসের লক্ষন নেই।
দ্বিতীয় শিকারিটা তখন তার
মোবাইল ফোন বের করে কল দিল
ইমার্জেন্সি সার্ভিসে।
অপারেটর বলে, হ্যালো।
‘আমার বন্ধু মনে হয় মারা গেছে,
আমি এখন কি করব?’
অপারেটর বললেন, আপনি শান্ত হন,
আমি আপনাকে অবশ্যই সাহায্য
করব। কিন্তু তার আগে নিশ্চিত
করতে হবে, আপনার বন্ধু মারা
গেছে তো?
অপারেটর তখন ফোনে শুনল একটা
গুলির শব্দ। তারপর শুনতে পেল
দ্বিতীয় বন্ধুর কন্ঠস্বর। হ্যাঁ, এখন
আমি নিশ্চিত যে সে মারা
গেছে। তারপর কি করব?
২।দ্বিতীয় সেরা
শার্লক হোমস এবং ড ওয়াটসন
বনের ধারে তাঁবুতে থাকার
জন্যে গেছেন। কয়েকদিন পর এক
রাতে ঘুম ভেঙ্গে গেলে শার্লক
হোমস ওয়াটসনকে ডেকে বললেন,
আকাশের দিকে তাকাও। কি
দেখতে পাচ্ছ?
ওয়াটসন বলল, আমি দেখতে
পাচ্ছি আকাশ জুড়ে লক্ষ লক্ষ
তারা।
এর মানে কি? শার্লক হোমস
জানতে চাইলেন।
ওয়াটসন বললেন,
আবহাওয়াবিদদের দৃষ্টিতে
দেখলে আগামিকাল রোদ হবে,
দার্শনিকের দৃষ্টিতে দেখলে এই
বিশাল মহাকাশের তুলনায় আমরা
কত ছোট, আর ওই যে নীহারিকা,
এখন বাজে রাত তিনটা… আর
আপনি কি বুঝেছেন?
‘আহাম্মক। আমরা যে তাঁবুটায়
ছিলাম, সেটা চুরি হয়ে গেছে।
৩। বুদ্ধিমান ছাত্র
একদিন ক্লাসে শিক্ষক তার
সোনার আংটিটা একটা
গ্লাসের পানিতে ডুবিয়ে
ছাত্রকে প্রশ্ন করলেন।
শিক্ষকঃ বল তো, এই
আংটিটাতে মরিচা ধরবে কি
না?
ছাত্রঃ ধরবে না স্যার।
শিক্ষকঃ গুড, ভেরি গুড। আচ্ছা
বলতো, কেন ধরবে না?
ছাত্রঃ স্যার, আপনি জ্ঞানী
লোক। যদি পানিতে রাখলে
মরিচা ধরতো, আপনি কখনই
আপনার সোনার আংটি
পানিতে রাখতেন না।
৪। গানভক্ত
প্রথম বন্ধুঃ জানিস, আমাদের
বাসার সবাই বাথরুমে গান
গায়!
দ্বিতীয় বন্ধুঃ স-বা-ই ?
প্রথম বন্ধুঃ সবাই, চাকর-বাকর
পর্যন্ত।
দ্বিতীয় বন্ধুঃ তোরা তাহলে
সবাই খুব গানের ভক্ত!
প্রথম বন্ধুঃ দূর, তা নয়, আসলে
আমাদের বাথরুমের
ছিটকিনিটা নষ্ট তো, তাই
৫। শিরোনামে ১৮ + লেখা দেখে যাহারা প্রবেশ করেছেন তাদের জন্য এই কৌতুক::
?
?
?
?
আসলে ১৮ + মানে টা কি?
বিঃদ্রঃ ১।যেসকল পোষ্টেই ১৮+ লেখা সেগুলোতে এতবেশী পঠিত হয় কেন?
২। ১৮ + লেখাটির মাধ্যমে কি পোষ্টটিকে আলাদা ভাবে নজরে আনাই কি উদ্দেশ্য নহে ? কারণ এখানে যারা ব্লগিং করে সবাই কি ১৮+ নহে? ।
মতামত চাই?!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩১
স্বপ্নবাজ তরী বলেছেন: ???????? মতামত চাই।
২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৮
আরণ্যক রাখাল বলেছেন: গুদ আই মিন, গুড
০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৩
স্বপ্নবাজ তরী বলেছেন: হা হা হা
৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: ১৮ নীচের বাচ্চাদের এই প্রশ্নের উত্তর দেয়া নিষেধ!!!
আপনি ১৮+ হোন. তখন আর কারো উত্তর দেয়া লাগপে না
০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৭
স্বপ্নবাজ তরী বলেছেন: ১৮+ ইহা কি,জানিতে বড়ই সাধ জাগে এই মনে
৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার জানা মতে দ্বিতীয়টাই পৃথিবীর শ্রেষ্ঠ কৌতুক ।
৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শ্রেষ্ঠ কৌতুক নির্বাচনের জন্য বিবিসি বাংলা জনমত জরিপ করলেই পারে।
৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৪৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনি পোস্টটি কি মোবাইলে লিখেছেন??
০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৯
স্বপ্নবাজ তরী বলেছেন: জ্বী ভাই, কম্পিউটারটা ঝামেলা করতেছে কয়েকদিন
©somewhere in net ltd.
১|
০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩১
হাসান মিঠু বলেছেন: বিঃদ্রঃ ১।যেসকল পোষ্টেই ১৮+ লেখা সেগুলোতে এতবেশী পঠিত হয় কেন?