![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক
পাজল খেলতে কে না ভাল বাসে। আর সেটা যদি হয় আপনার বাসার ফার্নিচার দিয়ে তাহলে তো আর কোন কথাই নেই। ঠিক এ ধরনের একটা মজার ডিজাইন করেছেন সু্ইডিশ আর্কিটেক্ট এবং ডিজাইনার এরিক অলভসন। তার এই ডিজাইনটা আপনাকে দেবে খুবই মজার একটা ফার্নিচার যা দিয়ে আপনি যেকোন ভাবে সাজাতে পারবেন আপনার ঘর।
এটা মুলত একটা বক্স টাইপ সেফল এর কালেকশন। এখানে সর্বমোট ২৫ টা বক্স আছে। প্রত্যেকটা বক্স এর আকার এবং ধরন ভিন্ন ভিন্ন এবং প্রত্যেকটাই আলাদা জিনিষ পত্র ধারন করতে পারে। এই শেলফ গুলো নির্মিত হয়েছে প্লাই উড দিয়ে এবং ফিনিশ করা লিকার কালার দিয়ে। যদিও আপনি চাইলে কাঠ ব্যাবহার করতে পারেন অথবা চাইলে প্রিন্টেড এমডিএফ বোর্ড ব্যাবহার করতে পারেন। তাহলে আর কালার করার ঝামেলা থাকে না।
এবার আসি সবচেয়ে মজার পার্ট এ। এই বক্সগুলো এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে আপনি একটু খেয়াল করে সেগুলোকে পাজল আকারে সাজালে যেভাবেই হোক আপনি সেটাকে সম্পুর্ন করতে পারবেন। হয়ত আজকে একভাবে সাজালেন। কালকে আবার অন্যভাবে সাজালেন। মজার বিষয় হচ্ছে আপনার বাসায় আসা অনেক অতিথিই অবাক হয়ে যাবেন যে হচ্ছেটা কি। বার বার কিভাবে আস্ত একটা সেল্ফ চেঞ্জ হয়ে যাচ্ছে।
এছারা চাইলে পুরো সেলফটাকে আলাদা আলাদা করে ঘরের বিভিন্নি স্থানে রাখতে পারবেন। এই ধরনের সেল্ফ সাধারন কিশোর-কিশোরিদের ঘরে বেশি মানানসই হবে। তারা যখন তখন পুরো ঘরে বিভিন্ন স্থানে এগুলো আলাদা করে ব্যাবহার করতে পারবে আবার চাইলে সবগুলো একই স্থানে রেখে ব্যাবহার করতে পারবে। আবার বেশকয়েকজন মিলে পাজলও খেলতে পারবে। অসাধারন একটা আইডিয়া। চাইলে আপনিও আপনার বাসায় বানিয়ে দেখতে পারেন
সংগৃহিত::https://www.facebook.com/photo.php?fbid=10153553398374870&set=pcb.10153553404399870&type=1&theater
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৪৭
স্বপ্নবাজ তরী বলেছেন: ইউনিক আইডিয়া
৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:২৭
রিকি বলেছেন: ইউনিক অনেক
৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৩৪
মাঘের নীল আকাশ বলেছেন: চমৎকার!
৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৪
স্বপ্নবাজ তরী বলেছেন: hmm
৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪
প্রবাসী ভাবুক বলেছেন: চমৎকার ডিজাইন
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৩
স্বপ্নবাজ তরী বলেছেন: hmm
৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫
চাঁদগাজী বলেছেন:
খেলাগুলো লজিক্যাল ভাবনা বাড়তে সাহাক্য্য করে।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৪
স্বপ্নবাজ তরী বলেছেন: hmm
©somewhere in net ltd.
১|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৪৫
নতুন বলেছেন: খুবই চমতকার আইডিয়া।