![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক
ভয় পেয়েও না তুমি....
পরাজয় মেনেই আমি ভালবেসেছি...
অপেক্ষায় রইলাম .....
হয়ত ফিরে আসবে
নতুবা আসবে না...
তবে ভালবাসা ঠিকই রবে,
এখন আছে যেমন....তেমনই ।
তোমার চোখরে পানে চেয়ে
কাটিয়ে দিব অনন্তকাল......
ছুঁয়ে দেখার অধিকার চাইবো না
ভয় পেয়েও না
আমি অপেক্ষায় রইলাম ।
তুমি হও সুখি ...
এই কামনা রইবে চিরকাল
ভয় পেয়েও না
সুখের ভাগ আমি চাইবোনা
আমি অপেক্ষায় রইলাম ।
ভয় পেয়েও না তুমি
তোমার বিরক্তির কারন হবো না
আমি শুধু অদৃশ্য ছায়া হয়ে
সব অশুভ আত্না নিবো চুসে
ভয় পেয়েও না
আমি পাশাপাশি হাঁটার
অধিকার চাইবো না
আমি শুধু অপেক্ষায় রইলাম
হয়তো ফিরে আসবো নতুবা আসবে না।
তোমার ঘন অন্ধকার চুলে
যে ভালবাসা আছে লুকে
ভয় পেয়েও না
আমি তার ছিটেফোটাঁও চাইবো না
আমিতো হতে চাই,তোমার চুলের বাধক
ভয় পেয়েও না
আমি অপেক্ষায় রইলাম
হয়তো ফিরে আসবে নতুবা না।
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪১
স্বপ্নবাজ তরী বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৬
কাবিল বলেছেন: কবিতায় ভাল লাগা রইল।
ঈদ মোবারক।