নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ সোহাগ (A sinner slave of Allah) 2. সভ্যতার অসংগতি তুলে ধরার চেষ্ঠা করি ।\n

স্বপ্নবাজ তরী

প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক

স্বপ্নবাজ তরী › বিস্তারিত পোস্টঃ

গল্প(সাইকোলজিকল) :: টেলিভিশন(শেষ পর্ব)

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৭

গল্প(সাইেকালজিকল) :: টেলিভিশন(১ম পর্ব)
ইফতি সকালে ঘুম থেকে উঠে দেখে তার মোবাইলে তিনটি মিসকল। মিসকল গুলো দিয়েছে তার বড় আপু মৃদু। সে তাড়াতাড়ি কল করে
--- হ্যালো আপু
--- হ্যালো, কি রে এতবার কল দিয়েছি তুই কোথায় ছিলি। অাব্বু অসুস্থ। তাড়াতাড়ি ডাক্তারের সিরিয়াল দেয়।
-- কিন্তু কি হয়েছে?
-- রাতে নাকি প্রচন্ড মাথাব্যথা করছে আর সাথে বুকেও। তুই একজন নিউরোলষ্টিটকে দেখানোর ব্যবস্থা কর। আমি, আব্বুকে নিয়ে আসতেছি শহরে।
এই বলে মৃদু লাইন কেটে দেয়। ইফতি তাড়াতাড়ি একজন মেডিসিন ও নিউরোলজিস্ট ডাক্তারের সিরিয়ালের ব্যবস্থা করে। বিকালে মৃদু ও আকরাম সাহেব হসপিটালে আসে আর ইফতি পূর্বে ছিল সেখানে। ডাক্তার দেখানো হয়। ডাক্তার সাহেব অনেকখন ধরে আকরাম সাহেবকে দেখেন তারপর তিনি অনেকগুলো পরিক্ষা করার জন্য বলেন।

সন্ধ্যার দিকে পরীক্ষার রিপোর্ট সহ আবার ডাক্তারের চেম্বার প্রবেশ করে ইফতি, মৃদু ও আকরাম সাহেব। ডাক্তার রিপোর্ট সমূহ দেখে বললেন
--ইসিজি রিপোর্ট ভালো। আর ব্রেইনের তেমন প্রবলেম নাই। হঠাৎ করে রক্তের চাপ বেড়ে যাওয়ায় মাথায় প্রচন্ড ব্যথা হয়। ডাক্তার একটু থেমে আবার বললেন
-- আপনি (আকরাম সাহেবকে উদ্দেশ্যকরে ) মনে হয় কোন বিষয় নিয়ে চিন্তিত। চিন্তা একদম করা যাবে না। এবার বেঁচে গেছেন। আর একটু হলে হয়তো স্ট্রোক করতেন। এই ঔষুধ গুলো দিলাম, এগুলো খাবেন। তবে যেটা বলছি অতিরিক্ত দুশ্চিন্তা করা যাবে না। " ইফতি ও মৃদুকে উদ্দেশ্যকরে ডাক্তার বললেন " রোগীকে যতটা হাসিখুশি রাখবেন ততই মঙ্গলজনক "

পরেরদিন ইফতি, মৃদু, মরিয়ম বেগম, আকরাম সাহেবের ঘাটের পাশে বসে আছে। আকরাম সাহেব শোয়ে আছেন।
-- আব্বা, আপনি কি নিয়ে চিন্তা করেন? আপনার দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। আর আল্লাহর রহমতে আমরা তো ভালই আছি। বললো মৃদু। আকরাম সাহেবের কোন কথা নাই তিনি যেন এখনও চিন্তিত।
-- আর আমি তো ভালোই আছি। কিছুদিন পর আমার অনার্স শেষ। বললো ইফতি। "এরপর তো আমি আপনাদের শহরেই নিয়ে যাবো " ইফতি একটু থেমে আবার বললো। মরিয়ম বেগম পান বানাচ্ছে। " আমিও তো ঠিক বুঝতেছি না, তোরা একটু ভালো করে জিজ্ঞেস কর " মরিয়ম বেগম বললো।
ইফতি ও মৃদু এরপর নিজেদের কথাবার্তা বলতে থাকেন। এমন সময়ে আকরাম সাহেব বলে উঠে " বাসায় একটা টিভি আনলে কেমন হয় " ইফতি আর মৃদু যেন নিজেদের কান কে বিশ্বাসই করতে পারছে না। যেলোক টিভির ঘোরতর বিরোধী,তার মুখে এমন কথা। মৃদু বলে উঠে, "কি আব্বা? "
"সারাদিন তো আমি বাসা তে একা একা থাকি তাই বলছিলাম একটা টিভি থাকলে একটু সময় কাটতো " আকরাম সাহেব বললো। তখন সবার আর বুঝতে বাকি রইলো না। আসলে আকরাম সাহেব একা একা থাকতে থাকতে অবসাদগ্রস্ত হয়ে পড়েন। ফলে কোন কাজ না থাকায় তিনি বিভিন্ন জিনিস নিয়ে চিন্তাগ্রস্ত হয়ে পড়েন যার কারনেই তিনি আজ সামান্য জিিনস নিয়েই ঝগড়া শুরু করেন এবং অবশেষে অসুস্থ।
এক সপ্তাহ পর টিভি আনা হয়। সেই সাথে ডিস লাইনের সংযোগ লাগানো হয়। আকরাম সাহেব এখন আর একা নয়। বিভিন্ন অনুষ্ঠান দেখেন। বিভিন্ন ধরনের খবর, আলোচনা অনুষ্ঠান, ক্রিকেট, ফুটবল খেলা। তাছাড়া গ্রামের অনেকে আসেন উনার বাসাতে, আড্ডা, গল্প, সুখ দুঃখের কথা হয়। আকরাম সাহেব এখন আগের চেয়ে অনেক সুস্থ, অনেক প্রফুল্ল। আর এইদিকে মরিয়ম বেগমের বাড়তি একটা কাজ যোগ হয়ছে, বাড়িতে মানুষ আসলে তাদেরকে বিভিন্ন ভাবে অ্যাপায়ন করা। কখনও চা-বিস্বুট আবার কখনোও মৌসুমি ফলাদি।
আমার গল্পসমূহ ::ব্যঙ্গ-রঙ্গ:: ছোটগল্প:: একচোখা মন্ত্রীর গল্প
ছোটগল্প (সাইকোলজিকল):: আইসক্রীম
গল্প(সাইকোলজিকল) :: টেলিভিশন(১ম পর্ব)

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:১৬

ক্যান্সারযোদ্ধা বলেছেন: আকরাম সাহেব কি আল্লাহ্‌র ইবাদত করেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.