নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ সোহাগ (A sinner slave of Allah) 2. সভ্যতার অসংগতি তুলে ধরার চেষ্ঠা করি ।\n

স্বপ্নবাজ তরী

প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক

স্বপ্নবাজ তরী › বিস্তারিত পোস্টঃ

চলুন জেনে নিই :: কোকা-কোলা-র ইতিহাস

২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১৮


কোকা-কোলা (ইংরেজি: Coca-Cola) হচ্ছে এক প্রকার কার্বোনেটেড কোমল পানীয়। দ্য কোকা-কোলা কোম্পানির দাবি অনুসারে বিশ্বের ২০০টিরও বেশি দেশে কোকা-কোলা বিক্রি হয়। যুক্তরাষ্ট্রের জর্জিয়া কোকা-কোলা সংক্ষেপে কোক (Coke) নামে পরিচিত। । এছাড়া এটি ইউরোপ-আমেরিকায় কোলা ও পপ নামেও পরিচিত

কানাডা, 1941 মন্ট্রিল জানুয়ারি 8 COCA-COLA কানাডা লিমিটেড কারখানা BOTTLING.

কোকা-কোলার আদি রেসিপি তৈরি হয়েছিলো যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের কলম্বাসে অবস্থিত ইগল ড্রাগ এন্ড ক্যামিক্যাল কোম্পানিতে। এটি তৈরি করেছিলেনজন পেম্বারটন নামক একজন ড্রাগিস্ট। এর প্রকৃত নাম ছিলো কোকা ওয়াইন, যাকে বলা হতো ফ্রেঞ্চ ওয়াইন কোকা । ধারনা করা হয়, তিনি সম্ভবত ইউরোপীয়ভিন মারিয়ানি নামক কোকা ওয়াইনের ব্যবসায়িক সাফল্য দেখে এরকম একটি পানীয় প্রস্তুত করতে অনুপ্রাণিত হন।

জন পেম্বারটন, কোকা-কোলার আবিষ্ষকর্তা

১৮৮৬, যখন আটলান্টা ও ফুলটন কাউন্টি অ্যালকোহলিক পানীয়ের বিরুদ্ধে আইন পাস করে । তখন পেম্বারটন " ফ্রেঞ্চ ওয়াইন" এর অ্যালকোহলমুক্ত একটি সংস্করণ বের করেন , যা বর্তমানে কোকা-কোলা নামে পরিচিত । যুক্তরাষ্ট্রে এটি ১৯৪৪ সালের ২৭ মার্চ থেকে দ্য কোকা-কোলা কোম্পানির রেজিস্টার্ড ট্রেডমার্ক
ব্যবসায়ী "আসা গ্রিগস ক্যান্ডেলা" এর বাজারজাতকরণ কৌশলেই বিশ শতক থেকে কোকা-কোলা বিশ্বের কোমল পানীয়র বাজারে একটি প্রভাবশালী ও শক্তিশালী প্রতিদ্বন্দী হিসেবে চিহ্নিত হয়।

কোকাকোলার প্রথম বিক্রিটি হয় ৮ মে, ১৮৮৬ সালে, যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে।
এটি প্রথমে বিক্রি হয়েছিলো একটি পেটেন্টভুক্ত ওষুধ হিসেবে। প্রতি গ্লাস ৫ সেন্ট দামে। এটি স্বাস্থ্যের জন্য ভালো – এরকম বিশ্বাসের কারণে পুরো যুক্তরাষ্ট্রেই এটি যথেষ্ট জনপ্রিয় হয়ে ওঠে। বাজারজাতকরণের প্রথম বছরে কোকা-কোলা বিক্রয় হয়েছিল নয় গ্লাস। বর্তমানে সমগ্র পৃথিবীতে কোমল পানীয় হিসেবে প্রতিদিন কোকা-কোলা বিক্রয় হয় প্রায় ১৬০ কোটি গ্লাস।



১৮৯০-এর দশকে কোকা-কোলার বিজ্ঞাপনে ঊনিশ শতকের পোষাকে তৎকালীন মার্কিন মডেল হিল্ডা ক্লার্ক।
বিজ্ঞাপনের শিরোনাম ৫ সেন্টে কোকা-কোলা পান করুন (Drink Coca-Cola 5¢)।
আরো কিছু বিজ্ঞাপনের ছবি


লাস বেগাস-এ কোকা- কোলা মিউজিয়াম আবস্থিত

উপাদানসমূহ ::
* কার্বোনেটেড ওয়াটার
* চিনি ([[সুকরোজ]] বা [[হাই-ফ্রুক্টোজ কর্ন সিরাপ]] দেশ বা এলাকার ওপর ভিত্তি করে)
* [[ক্যাফেইন]]
* [[ফসফরিক এসিড]] বা ক্যারামেল (ই১৫০ডি)
* প্রাকৃতিক ফ্লেভার বা স্বাদ
এক ক্যান কোক (১২ ফ্লুইড আউন্স/৩৫৫ মিলিলিটার)-এ ৩৯ গ্রাম শর্করা (সম্পূর্ণটাই চিনি থেকে) থাকে। এছাড়া থাকে ৫০ মিলিগ্রাম সোডিয়াম, ০ গ্রাম চর্বি, ০ গ্রাম পটাশিয়াম, এবং ১৪০ ক্যালরি

পেম্বারটন দাবি করেছিলেন যে, কোকা-কোলা অনেক রোগের প্রতিকার করে। যেমন: মরফিনআসক্তি, বদহজম বা অজীর্ণ, স্নায়ুবিক দুর্বলতা, মাথাব্যথা, ধ্বজভঙ্গ প্রভৃতি।

তথ্যসূত্র ::: গুগুল- সাহেব

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৮

প্রামানিক বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ।

২৩ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

স্বপ্নবাজ তরী বলেছেন: আপনকেও ধন্যবাদ

২| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৯

গ্রিন জোন বলেছেন: ভাল কিছু জানা গেলো। ধন্যবাদ

২৩ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

স্বপ্নবাজ তরী বলেছেন: ধন্যবাদ

৩| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:২৭

নাবিক সিনবাদ বলেছেন: পেম্বারটন দাবি করেছিলেন যে, কোকা-কোলা অনেক রোগের প্রতিকার করে। যেমন: মরফিনআসক্তি, বদহজম বা অজীর্ণ, স্নায়ুবিক দুর্বলতা, মাথাব্যথা, ধ্বজভঙ্গ প্রভৃতি।




পেম্বারটনের এই দাবিটা পুরাই ফাউল, পোস্ট ভালো লাগলো ধন্যবাদ।

২৩ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

স্বপ্নবাজ তরী বলেছেন: ধন্যবাদ

৪| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২৬

শাহরিয়ার কবীর বলেছেন: কোকা-কোলা সমন্ধে অনেক কিছু জানলাম পোষ্টের জন্য ধন্যবাদ।

২৩ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০২

স্বপ্নবাজ তরী বলেছেন: আপনকেও ধন্যবাদ

৫| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ২:০৫

উদাসিন পথিক বলেছেন: thanks for post

২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:০৫

স্বপ্নবাজ তরী বলেছেন: আপনকেও ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.