নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ সোহাগ (A sinner slave of Allah) 2. সভ্যতার অসংগতি তুলে ধরার চেষ্ঠা করি ।\n

স্বপ্নবাজ তরী

প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক

স্বপ্নবাজ তরী › বিস্তারিত পোস্টঃ

আসুন জানি একটি ব্যর্থ রাষ্ট্রের কিভাবে গড়ে ওঠে???

০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:১৬

আপনি কখন বুঝবেন একটি দেশের শিক্ষাব্যবস্থা ভেঙ্গে পড়েছে বা বিলুপ্তির পথে বা শিক্ষাব্যবস্থার ওপর হতে মানুষের অাস্থা কমে গেছে?? যখন দেখবেন একজন শিক্ষক অন্য শিক্ষকের অপমানে আনন্দবোধ করে বা চুপ থাকে। আপনি কখন বুঝবেন একটি দেশ হতে ন্যায় বিচার পাবে না বা পাওয়ার আশা করা বাতুল্যতা মাত্র। যখন দেখবেন সুশীল বা দেশের জনগন যাদের জ্ঞানীভাবে তারা বিভিন্ন আদর্শে বিশ্বাসী বলে নিজেদের জাহির করে (অথচ এরা নিজেরাই ভুলে যায়। জ্ঞানীদের একটাই অার্দশ।)।আপনি কখন বুঝবেন, প্রশাসনিক ব্যবস্থা ভেঙ্গে পড়েছে?? যখন দেখবেন, বসের চেয়ে পিয়নের দায়িত্ব বেড়ে গেছে??? আপনি কখন বুঝবেন, একটি দেশে মিডিয়া বলতে কিছুই নেই?? যখনদেখবেন, টকশো অনুষ্ঠানের চাহিদা মাত্রাতিরিক্ত ভাবে বেড়ে গেছে। যখন একটি দেশের শিক্ষা, সুশীল সমাজ, প্রশাসন, এবং মিডিয়া-সবই অচল তখন ঐ জায়গা (একে দেশ বলা যাবে না ) অার বসবাসযোগ্য থাকে না।
ব্রিটিশ আমলে আমরা ব্রিটিশবিরোধী আন্দোলন করেছি। তারপর পাকিস্তানবিরোধী আন্দোলন। কিন্তু এখন??? কারবিরোদ্ধে আন্দোলন করবো??? নিজের বাবা, নাকি ভাই নাকি বন্ধু বা আত্নীয়স্বজনদের বিরুদ্ধে?? আমাদের বিবেক কি একবারও প্রশ্ন করে না? আমরা কার সাথে অবিচার করছি বা কার রক্তে গোসলের নেশায় মেতে আছি? এরা তো আমাদেরই আপন ভাই, বন্ধু, আত্নীয়স্বজন। এরা তো আমাদদের দেশেরই জনগণ।

পুরো লেখায় আমি একটি দেশের শক্তিশালী একটা স্তম্ভের কথা বাদ দিছি কারণ ঐ টা বহু আগেই নষ্ট হয়ে গেছে। আর এখন তো বহু মতাদর্শে বিভক্ত হয়ে এরা সব উন্মাত্ত হয়ে গেছে। বিভিন্ন মতাদর্শ এখন মেতে আছে, কাকে কে মেরে ঠিকে থাকবে। " সিটি অব গড " সিনেমার মতো, যে শহরে নেই কোন নিয়ম কানুন। একটাই নিয়ম আর তাহলো রক্তের বিনিময়ে রক্ত। লাশের বদলে লাশ। আইন যেখানে শুধু দর্শক। অথচ এই যুবকেরাই এক সময়ে ব্রিটিশবিরোধী, পাকিস্তানবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে। এরা আজ এতই ছিন্নভিন্ন হয়েছে যে, এদেরকে আর জোড়া লাগানো সব কিনা তা আদৌ সন্দেহ হয়।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৬

কানা কুদ্দুছ বলেছেন: পুরো লেখায় আমি একটি দেশের শক্তিশালী একটা স্তম্ভের কথা বাদ দিছি কারণ ঐ টা বহু আগেই নষ্ট হয়ে গেছে।

২| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১:২৮

চাঁদগাজী বলেছেন:


আপনি যে দেশে বাস করেন, সেটাই ব্যর্থ রাস্ট্র

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.