নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ সোহাগ (A sinner slave of Allah) 2. সভ্যতার অসংগতি তুলে ধরার চেষ্ঠা করি ।\n

স্বপ্নবাজ তরী

প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক

স্বপ্নবাজ তরী › বিস্তারিত পোস্টঃ

প্রথম আলোর ভাঁড়ামি:::-৩!!!!!!!!!!!

০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৭

প্রথম আলো মাঝে মাঝে এমন কিছু করে বসে, যা দেখলে ভাবি , না আর প্রথম আলো না , অন্য পত্রিকা পড়তে হবে ।

উপরের খবরটা কি এমন গুরুত্বপূর্ন যে, খেলার পাতার বিশাল বড় অংশজুড়ে এটা প্রকাশ করতে হলো। এর চেয়ে কি আর কোন গুরুত্বপূর্ণ খবর ছিলো না ?

উপরের খবরটা যদি শুধু মজা করার জন্যই ছাপানো হয় তবে কি তা ছোট কলামে লেখা যেত না?
যখন অনেক দেশ তাদের খেলোয়াড়ই পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে সেখানে তারা আমাদের দেশের ঘরোয়া লীগকে জমজমাট করতে আসলো । তার প্রতিদান কি আমরা এইভাবেই দিবো ?
আশা করি সে কোন মানের খেলোয়াড় তা প্রথম আলো ভালো করেই জানে ।
তারপরও আমি বুঝি না, এমন ভাড়াঁমি কেন ?
News Link

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৮

রুদ্র রিটার্ন বলেছেন: মতি আলু দে সেইড ওয়েল সেইড :D এরা পাইক্কা প্রেমি বহু আগে থেকেই।বাংলাদেশি প্লেয়ার রা কি করলো টা দেখেনা কিন্তু পাইক্কা প্লেয়াররা পাদ দিলেও সেটা শিরোনাম বানাবে

০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩২

স্বপ্নবাজ তরী বলেছেন: তাই তো দেখতেছি X((

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৩

রুদ্র রিটার্ন বলেছেন: আমি পত্রিকায় পরি না সব গুলায় তো সেম রে ভাউ শুধু প্রিয় তে একটু পরি কারন প্রিয় তে বাংলাদেশি প্লেয়ারদের অনেক ভ্যালু দেয়

০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৫

স্বপ্নবাজ তরী বলেছেন: সবই তো পা চাটা ভৃত্য

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪০

অতঃপর হৃদয় বলেছেন: কিছুই করার নাই। এখন চাইলেও লেখা মুছে ফেলা সম্ভব না।

৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ ভোর ৫:১০

রাজীব বলেছেন: মানুষ লাখ লাখ টাকা দিয়েও পত্রিকার শিরোনাম হতে পারে না। এরা তো মাত্র ৮০ হাজার টাকা খরচ করে পত্রিকার শিরোনাম হয়ে গেলো।

৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:২৮

জাওয়াদ স্পিকিং বলেছেন: খেল আগে আসছে,হিটলার খেলার মধ্যে জাতীয়তাবাদী জোশ পরে ডুকাইছে।এসব উগ্র জাতীয়তাবাদীরা খেলার ক,খ না বুঝলেও কারে নিতে হবে কারে নিতে হবেনা এসবে পন্ডিতি করে।তাদের উগ্র জাতীয়তাবাদ মারানির যায়গা একটা তাও আবার ক্রিকেট যা বিহারী আতাহার,আকরাম,তামিম,নাসিররা খেলে।

৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪৭

তট রেখা বলেছেন: যা কিছু কালো, তার সাথে প্রথম আলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.