![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক
ধরুন এখন ফেসবুক খুলে দিল। তাহলে ফেসবুক প্রিয় ম্যাংগো ম্যানরা সম্ভাব্য যে সকল পোষ্ট দিতো তার একখান খসড়া পত্র তুলে ধরা হলো।
♦♦ জনৈক লুতুপুতু মেয়েঃ হায়, আল্লা, ফেবু খুলে দিল! হালিমা আপা কত্ত ভালো । লাভ ইউ, হালিমা আপা।
♦♦ রস - ভাব হীন ছেলেঃ ফেসবুক খুলে দিছে, তারানা হালিম।
♦♦ সরকার দলীয় জনৈক ব্যক্তিঃ আমার ফেসবুক বন্ধুদের জন্য সুখবর। সরকার পুনরায় ফেসবুক খুলে দিয়ে আবারও প্রমান করলো তারা কথা দিয়ে কথা রাখে। ইনসাল্লাহ, এখন থেকে আপনারা জঙ্গি হামলা মুক্ত সম্পূর্ণ নিরাপত্তা বেষ্টিনীর ভিতরে থেকে ফেসবুক ব্যবহার করতে পারবেন।
♦♦ জনৈক বিরোধীদলীয় ব্যক্তিঃ সরকার ফেসবুক খুলে দিয়ে প্রমাণ করলো আমাদের আন্দোলণের ডাক বৃথা যায় নি। ইনসাল্লাহ, আগামী ঈদের পর জানানো হবো আন্দোলনের দিনক্ষণ।
♦♦ শাহবাগের ইমরান এইচ সরকারঃ অবশেষে সরকার তারুন্যের প্রতিবাদের মুখে ফেসবুক খুলে দিলো। সরকারের শুভবুদ্ধি উদয়ের জন্য আন্তরিক ধন্যবাদ।
♦♦ জনৈক ফেসবুক সেলিব্রেটিঃ হাই গাইজ। আই অ্যাম ব্যাক। চলুন জেনে নিই জাকার র্বাগের ছেলে নাম জেনে নিই।....................
♦♦ জনৈক ফেসিয়াল যুবতীঃ মুখটাকে ডাকফেস করে তার সাথে বিজয়সূচক দুই আঙুল দেখানো ছবির ক্যাপশনঃ অবশেষে নিরলস আন্দোলনে আমরা বিজয় হইলাম। বন্ধুরা নতুন ফেসিয়াল স্টাইলে আমাকে কেমন লাগছে।
♦♦ ফেসবুকীয় প্রতিবাদী যুবকঃ অবশেষে আমাদের রিপোর্টিং গ্রুপের আন্দোলন সফল!
♦♦ সরকারের তথ্যমন্ত্রীঃ ফেসবুকের সাথে দফারফা করে, আমরা আমাদের অধিকার আদায় করেই ছাড়লাম।
♦♦ প্রেমিক - প্রেমিকা চ্যাটেঃ
---বেবি কই তুমি!
--- এতদেরিতে নক করছো। এত্ক্ষন কই ছিলা।
--- আরে, বেবি আমি এইমাত্রই লগইন করছি
--- তুমি আমায় কি ভাবো। আমি দেখিনি। এতক্ষন তোমাকে অ্যাক্টিভ দেখাইছে।
--- সত্যি বলছি।
--- দুইদিন ফেসবুক বন্ধ ছিল। তারমধ্যই আরেকজনকে পটাই পেলছো।
(কন্টিনিউ)
♦♦ ফেবু কবিঃ
টিনের চালে কাক
ফেস ক্যামনে বুক
আপার ফেস ডাক
আমিতো অবাক।
(চলমান)
০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২০
স্বপ্নবাজ তরী বলেছেন: রাইটিং মিসটেক
২| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৫
অতঃপর হৃদয় বলেছেন: হুম, দারুণ লিখছেন।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৭
স্বপ্নবাজ তরী বলেছেন: ধন্যবাদ
৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৭
আরিফুর রহমান পলাশ বলেছেন: জনৈক : বাদ দেন, তার চেয়ে আসেন একটা গলপ শুনি ।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৮
স্বপ্নবাজ তরী বলেছেন: অস্থির
৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৫
কবি এবং হিমু বলেছেন: ভালই লিখেছেন আবার মজা ও পেলাম
©somewhere in net ltd.
১|
০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৫
গেম চেঞ্জার বলেছেন: খ্রাপ নাঃ ডার্ক ফেস/ফেস ডার্ক < ডাকফেস