নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ সোহাগ (A sinner slave of Allah) 2. সভ্যতার অসংগতি তুলে ধরার চেষ্ঠা করি ।\n

স্বপ্নবাজ তরী

প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক

স্বপ্নবাজ তরী › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ তোমার আঁখিযুগল

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৩


তোমার আঁখিযুগল দেখিনি আমি
অনেকদিন। হ্যাঁ বহুদিন।
স্বচ্ছ কাঁচে আড়াল করে রাখ তুমি
জানি। হ্যাঁ জানি আমি কারণ।

আমি কভু বলিনি,
আমার অতৃপ্ত মনের তৃষ্ণা মেটাও।
আমি চাই তুমি,
হৃদয়ের সব দরজা খুলে আমায় দেখ

আমার খুব ইচ্ছে জাগে
আঁখি যুগলের গভীরে প্রবেশ করি।
শিরা উপশিরার ভেতরের
লোহিত, শ্বেত কনিকার কথোপকথন শুনি।

আমি আরো গভীর থেকে গভীরে চাই যেতে
হ্যাঁ, নিউরনের ভেতরে।
যেখানে চোখের অনুভুতিগগুলো সাজানো থাকে
সুসজ্জিত স্তরে স্তরে।

আমায় আর একটু গভীরে দিবা যেতে ?
ঐ যে হৃদয়ের মনিকোঠায়।
যেখানে আবেগের স্ফুরণ ঘটে
হ্যাঁ। ঐখানে যেতে মন চায়।

হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
আমি দেখতে চাই, দেখতে চাই
ঐ যে,কালো করে বলটা,
হ্যাঁ ঐ টার নড়াচড়া, দেখতে চাই।

অক্ষিগোলকের সাথে,
তোমার বদনখানির মিশ্রিতরুপ,
আমি দেখতে চাই। চাই দেখতে,
সেই অদেখা স্বর্গীয়রুপ।

তোমার অশ্রুসিক্ত আঁখিযুগল জুড়ে
যে মায়া থাকে লুকে।
আমি সেটা দেখতে চাই, চাই দেখতে।
কাঁচটা একটু সরাবে?

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৯

আলভী রহমান শোভন বলেছেন: সুন্দর কথামালা।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫০

স্বপ্নবাজ তরী বলেছেন: ধন্যবাদ । অনেকদিন পর কবিতা লিখলাম

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৫

রক্তিম দিগন্ত বলেছেন: বাহ বেশ সুন্দর! ভালোবাসার প্রকাশরুপ! ভাল লাগলো। :)

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫০

স্বপ্নবাজ তরী বলেছেন: ধন্যবাদ ।

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪১

মাহবুবুল আজাদ বলেছেন: সুন্দর

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫০

স্বপ্নবাজ তরী বলেছেন: ধন্যবাদ ।

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪২

কল্লোল পথিক বলেছেন: চমৎকার ভাবের প্রকাশ

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫১

স্বপ্নবাজ তরী বলেছেন: ধন্যবাদ ।

৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৯

অভ্রনীল হৃদয় বলেছেন: দারুন কথামালা।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫১

স্বপ্নবাজ তরী বলেছেন: ধন্যবাদ ।

৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৩

শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর ++

৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাল লাগা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.