নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ সোহাগ (A sinner slave of Allah) 2. সভ্যতার অসংগতি তুলে ধরার চেষ্ঠা করি ।\n

স্বপ্নবাজ তরী

প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক

স্বপ্নবাজ তরী › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃনিষিদ্ধ প্রেম এবং মনুষ্যত্ব

০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫২


মাঝে মাঝে খুব, না খুবই ইচ্ছে করে
সব নিয়ম ভেঙ্গে তোমার হই।
আমার নিশ্বাস পড়ুক তোমার দেহে
আর আমি? ক্ষুর্ধাত আদি মানব হই।

তোমার তালুর সাথে আমার তালু মিশে যাক
শীতল, নরম তুলতুলে তোমার বক্ষকে
আমার শক্ত, নিরেট ছাতি পিষে ফেলুক
কোন এক নিকষ কালো কৃষ্ণ পক্কে।

খুব ইচ্ছে করে। না, অতি বেশি ইচ্ছে
মনের সব তৃষ্ণা আজ মিটিয়ে পেলি
সব নিয়মের বাঁধা, পিছনে ফেলে
দুই জনে আজ লুকোচুরি খেলি

আচ্ছা, তুমি কি কখনও ভেবেছ এসব
তোমার কি আমার বুকের উষ্ণতা নিতে ইচ্ছে করে?
নাকি শুধু আমিই মনের অজান্তে ভাবি এসব
আচ্ছা, কি হবে যদি হারিয়ে যাই স্বর্গীয় সুখে।

না, না, না। আমি আর ভাবতে পারছি না
নিশ্চয় আমার মনুষ্যত্ব পেয়েছে লোপ?
আমার সব চিন্তা আজ নোংরা, বড়ই নষ্টা।
আমি কি সব ভাবছি, অর্থহীণ প্রলাপ?

ছিঃ ছিঃ ছিঃ। বড়ই ধিক্কার।
ভালোবাসার নামে নিয়ম ভাঙ্গা কি -
বড়ই দরকার?
জানাবে, ভালোবাসা তোমার কাছে কি?
----------------------------------------------------০--------------------------------------------------------
আমার অন্য কবিতা সমূহ:
কবিতাঃ তোমার আঁখিযুগল
কবিতাঃ দেহ আর ভালোবাসা
ডায়েরীর পাতা হতে কবিতা -১:: “কবি ও কবিত্ব”
কবিতা :: ভয় পেয়েও না

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৭

রক্তিম দিগন্ত বলেছেন: বাহ! সুন্দর। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.