![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক
কেন তোমার পরাজয়ে আমি কাঁদি
কেন তোমার জয়ে আমি হাসি।
কেন তোমাকে দেখিব বলে ছুটে যাই আমি।
তাহলে কি আমি তোমাকে ভালবাসি?
কেন তোমার কথা শুনার জন্য জেগে থাকি
কেন তোমাকে নিয়ে স্বর্গে ভেসে থাকি
কেন তোমাকে নিয়ে বাসর সাজাই
এরই নাম প্রেম নাকি?
কেন আমি তোমাকে স্বপ্নে দেখি
কেন গোপনে তোমার ছবি আঁকি
কেন তোমাকে নিয়ে আমি গল্প লেখি
এই কি ভালবাসার চিহ্ন একবার বল দেখি ?
----------------------------------------------------০--------------------------------------------------------
আমার অন্য কবিতা সমূহ:
কবিতাঃনিষিদ্ধ প্রেম এবং মনুষ্যত্ব
কবিতাঃ তোমার আঁখিযুগল
কবিতাঃ দেহ আর ভালোবাসা
ডায়েরীর পাতা হতে কবিতা -১:: “কবি ও কবিত্ব”
কবিতা :: ভয় পেয়েও না
©somewhere in net ltd.
১|
০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৪
রক্তিম দিগন্ত বলেছেন: মোটামুটি লাগলো।