নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ সোহাগ (A sinner slave of Allah) 2. সভ্যতার অসংগতি তুলে ধরার চেষ্ঠা করি ।\n

স্বপ্নবাজ তরী

প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক

স্বপ্নবাজ তরী › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ অপেক্ষা

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৪

তুমি আসবে বলে,
আমি এখনো ঠাঁই দাড়িয়ে আছি
শুধু বাস স্টপ নহে
কাঠাল তলাও বসে আছি।

আমি আছি দাঁড়িয়ে
ঐ যে মাঠ ঘেঁষা কৃষ্ণচূড়া নিচে
তোমাকে প্রথম দেখা যেখানে
ঐ যে ঢালু টিলার পাশে।

আমি প্রায় একা বসে থাকি ক্যাফে,
যেখানে দেখেছি প্রথম তোমার হাসি
আর প্রায় চা খাই, ঐ দোকানে
যেখানে একবার করছিলে খরচাপাতি

আমি খেলাধুলায় বড়ই কাঁচা
শুধু তোমার গ্রিলধরা হাতদেখবো বলে
মাঠের শেষ প্রান্তে দাড়িয়ে থাকি একা
কখন কি দেখনোনি আমায়ে?

কুয়াশাচ্ছন্ন শীতে গরম চা হাতে
আমি একলা বসে আছি ক্যাফে
ছাতা হাতে বর্ষার বাদলা দিনে
এখনও আমি আছি ঠাঁই দাড়িয়ে।

হলদে শাড়ি। হ্যাঁ হলদে-লাল শাড়িখানা
যা পরনে ছিল কোন এক বসন্তে
লাল টিপ আর বাহারি ফুলেল মুকুটখানা
এখনও জীবন্ত আমার কাছে।

তোমার ঘন কালো চুল বাধবো বলে
আমি কিনেছিলাম একখানা বাধক।
আমার মতো ঐটারও ছিলো না কপালে
তোমাকে দেয়ার সঙ্গ।

অপেক্ষা শুধুই অপেক্ষা
শীত, বর্ষা শেষে কত বসন্ত যায় চলে
আমি এখনও একা। বড়ই একা।
তুমি। হ্যাঁ তোমাকেই বলছি। কবে আসবে?
----------------------------------------------------০--------------------------------------------------------
আমার অন্য কবিতা সমূহ:
কবিতাঃনিষিদ্ধ প্রেম এবং মনুষ্যত্ব
কবিতাঃ তোমার আঁখিযুগল
কবিতাঃ দেহ আর ভালোবাসা
ডায়েরীর পাতা হতে কবিতা -১:: “কবি ও কবিত্ব”
কবিতা :: ভয় পেয়েও না
কবিতাঃ ভালবাসা কি?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৪

ধমনী বলেছেন: আমি খেলাধুলায় বড়ই কাঁচা
শুধু তোমার গ্রিলধরা হাতদেখবো বলে
মাঠের শেষ প্রান্তে দাড়িয়ে থাকি একা

- শুধু গ্রিল ধরা হাত দেখবেন? "

২| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৬

মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার

৩| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৪

এক্স সাগা মিউটেন্ট নেক্সট জেনারেশন বলেছেন: অপেক্ষার ফল মিঠা হয়

৪| ২১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৫

প্রতিবাদী অবলা বলেছেন: ভালো লাগলো ডিয়ার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.