![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক
গাড়িচাপা দিয়ে মানুষ হত্যার ঘটনায় হাইকোর্ট থেকে সালমান খান খালাস পায়। ঘটনাটাকে একটু উল্টোভাবে চিন্তা করুন। সালমান খানের বাবাকে গাড়ি চাপা দিয়ে কেউ মেরে ফেললো? তাহলে কি ঐ ব্যক্তি আজ খালাস পেত? ওই ঘটনায় নিহত নূর উল্লাহ খানের ছেলে ফিরোজ শেখ প্রশ্ন তুলে বলেছেন, ‘অভিনেতা সালমান খান যদি নির্দোষ হয়ে থাকেন তবে কে তাঁর বাবাকে হত্যা করল।’ তিনি বলেন, ‘১৩ বছর পরেও আমার প্রশ্ন হলো, কে আমার বাবার হত্যাকারী। আমি এই প্রশ্নের উত্তর জানতে চাই?’ এই প্রশ্নটা শোনার পর আমার কেমন জানি লাগতেছে?। বারবার একটা প্রশ্নের উত্তর জানতে ইচ্ছে করতেছে? ভারতের ১২৫ কোটি মানুষ কি পারবে এই প্রশ্নের উত্তর দিতে " কে তার বাবার হত্যাকারী? "
আমাদের দেশের বিচার ব্যবস্থারও আজ একই অবস্থা। ত্বকীর হত্যার বিচার আর রাজন হত্যার বিচারকে তুলনা করুন। রাজন হহত্যাকারী বিচার কত দ্রুত হয়েছে? কারণ হত্যাকারীর কেউই সালমান খানের মতো ক্ষমতাধর নয়।তাই দ্রুত বিদেশ থেকে নিয়ে এনে ফাঁসির রায়ও দিয়ে দিছে আদালত। অথচ কত ফাঁসির আসামী দেশে প্রকাশ্যে ঘুরে বেরাচ্ছে।
আজ আমরা এক সময়ে বসবাস করছি, যেখানে একই সাথে দুই ধরনের বিচার ব্যবস্থা সমান্তরালে চলতেছে। একটা ক্ষমতাধরদের জন্য আরেকটা ক্ষমতাহীনদের জন্য।
২| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৯
আরণ্যক রাখাল বলেছেন: হ্যাঁ একটা ক্ষমতাহীনদের জন্য আরেকটা ক্ষমতাবানদের জন্য| কিন্তু কিচ্ছু করার নেই সহ্য করা ছাড়া| বিচার পেতে চাইলে পাওয়ার দেখাতে হবে
©somewhere in net ltd.
১|
১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫১
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: প্রশ্নটা বিবেকবান সকলেরই হওয়া উচিৎ