![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক
"প্রফেসর ড. মুনতাসীর মামুনের একক বক্তব্য " শিরোনামে এক অনুষ্ঠানে তিনি উক্ত কথা বলেন।(১৫ জানু২০১৬,প্রথম আলো)
তিনি বড় মাপের একজন ইতিহাস বিদ। আমি মুলত যে কথাটি বলতে চাচ্ছি তা হলো, তিনি বলেছেন শিক্ষকদের অপমান করে নির্বাচন পার হওয়া যাবে না " ভালো কথা নির্বাচন অাওয়ামীলীগ পার হতে পারলেও না কিন্তু বিএনপি কিংবা অন্য কোন দল তো আসবে? তারা কতটুকু সম্মান করবে শিক্ষকদের? কিংবা শিক্ষার জন্য কতটুকু অনুকূল পরিবেশ তৈরি করবে? এই কথাটুকুই বলে দেয় আমাদের শিক্ষকেরা কতটা রাজনীতির সাথে জড়িত কিংবা কতটা রাজনৈতিক দলের উপর নির্ভরশীল কিংবা বিশ্ববিদ্যালয়গুলো যে কতটা স্বায়াত্বশাসিত তা বুঝা যায়। আজ শিক্ষকদের এই দুরাস্থার জন্য মুলত শিক্ষকেরা যে দায়ী তা আবার ফুটে উঠে নয়তো কেন তারা নির্বাচনের মত একটা জাতীয় ইস্যুকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার কথা বলবে? একটু গভীর ভাবে চিন্তা করতে হবে, শিক্ষকেরা আসলেই কি আমাদের শিক্ষা ব্যবস্থা উন্নয়নে কাজ করছে নাকি বিভিন্ন দলের এজেন্ড হিসেবে ক্যাম্পাসে দায়িত্ব পালন করছে তা নিয়ে আবার ভাবতে হবে? শিক্ষকেরা যেমন আজ সম্মান উদ্ধারের নামে বেতন কাঠামো পরিবতর্নের জন্য আন্দোলন করে দাবী আদায়ের পথ বেঁচে নিয়েছ তেমনি তাদের কি উচিত না জনগণের ভ্যাটের টাকার হিসাব জনগনকে বুঝিয়ে দেয়া? কেন চার বছরের কোর্স ৭ বছর লাগে? তার দায়ভার কেন শিক্ষকেরা নিবে না ? তা নিয়ে আবার ভাবার সময়ে এসেছে? কেন এত এত প্রফেসর থাকতে আমাদেরকে ভারতীয় কিংবা বাহিরের প্রফেসরদের বইয়ের উপর নির্ভর করতে হবে? এই প্রশ্নের উত্তর কি শিক্ষকদের জাতীর সামনে খোলসা করা উচিত নহে?
২| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৫
নীল আকাশ ২০১৬ বলেছেন: নির্বাচন পার করতে আওয়ামী লীগকে কেউ বাধা দিতে পারবেনা। সব শিক্ষককে রাস্তায় ফেলে জুতাপেটা করলেও আওয়ামী লীগের নির্বাচন করতে কোন সমস্যা হবেনা।
৩| ২৪ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৭
বাউন্ডুলে মাইনুল বলেছেন: ভাল লাগলো.
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৪
চাঁদগাজী বলেছেন:
"তিনি বড় মাপের একজন ইতিহাস বিদ। "
-আমার সন্দেহ আছে; উনি যা দেখেন, উহাকে ভুলভাবে এনালাসিস করেন