![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক
১।টিভি রুমে একদিন,
সাধু বাবাঃ টিভি দেখা হারাম।
সপ্তাহখানেক পর পত্রিকা রুমে
সাধুবাবাঃ আমি জানতাম, মাইয়াটা পুরষ্কার পাবে। ভালো অভিনয় করে।
: আপনি জানেন কিভাবে?
: আরে মাঝে মাঝে তোর ভাবির সাথে একটু আট্টু দেখি।
২। ঘটনার পর সাধুবাবাঃ আমি বাড়াবাড়ি পছন্দ করি না। আল্লাহ বিচার করবে।
কিছুদিন পরঃ এবার বুঝবে অামাকে পচানোর মজা।
৩।বাংলাদেশ- ভারত খেলা চলছে এমন সময়ে,
সাধু বাবাঃ খেলাধুলা করা এবং দেখা হারাম।
কিছুদিন পর, এলাকার মাঠে
: আপনি খেলাধুলা করেন?
সাধু বাবা: আরে বড় ভাই এমন করে বললেন, না করতে পারি নাই।
(কিছু কথা ভাবিয়া তুলে)
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২১
আরণ্যক রাখাল বলেছেন: সাধু সাধু