![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক
আমি যে বাসাতে টিউশনি করি সেখানে যাবার পথে একটা বস্তি পড়ে। যার মধ্যখান দিয়ে একটা সুরু রাস্তা ধরেই আমাকে টিউশন বাসাতে যেতে হয়। ঐদিন যখন যাচ্ছিলাম তখন দেখি একটা কুকুর রাস্তার মধ্যখানে শুয়ে ঘুমাচ্ছে । এরূপ দৃশ্য এখানে স্বাভাবিক। আগে বারের মতো আজও আমি পাশ কাটিয়ে চলে যাবো এমন সময়ে দেখি উল্টোদিক থেকে একটা মোটরগাড়ি আসতেছে। আমার ভয় হচ্ছে মোটরগাড়ির আওয়াজ কিংবা কোন ভাবে যদি মোটরগাড়ির চাকা কুকুরের লেজ বা পায়ে লাগে তবে কুকুরটা উঠে আমার দিকেই সরে আসবে। কামড় না দিলেও তার নখের আছড় থেকে আমার পা বাঁচানো অসম্ভব হয়ে পড়বে। মোটরগাড়ি চলে যায় আর আমিও পাশ কাটিয়ে চলে আসি। কিন্তু ঘটনা এটা না। ঘটনা হলো মোটরগাড়ি আওয়াজেও কুকুরটির কোন রুপ পরিবতর্ন না দেখে। কুকুরটি এমন সুরু রাস্তার মধ্যখানে কিভাবে নিশ্চিতে ঘুমাচ্ছে? মানুষের একটু খামখেয়ালি হতে পারে কুকুরটির জীবনের অবসান। অথচ তার এমন ভাবান্তরহীন ঘুম আমাকে বিচলিত করে, প্রচন্ড একটা ধাক্কা দেয় আমার ভাবনা জগতকে। যেদেশের লোকেরা বড়দের ঝগড়ার জের ধরে চার চারটি নিষ্পাপ শিশুর প্রাণ নিয়ে যায়। যেদেশে সামান্য চুরি কিংবা কাজ না করার জেরে শিশুকে বেঁধে মারার দৃশ্য ভিডিও করে নেটে ছড়িয়ে দিয়ে নিজেদের মনুষ্যত্ব জাহির করে কিংবা সামান্য চাঁদা না দেয়ায় চা বিক্রেতাকে আগুনে পুড়ে মরতে হয়। তাদের মত মনুষ্য প্রজাতির উপর বিশ্বাস করে কুকুরটা কিভাবে নিশ্চিত ঘুমাচ্ছে?
©somewhere in net ltd.
১|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১০
অপ্রথ্যাশিত হিমু বলেছেন: আমার মনে হয় কুকুরটি নিজের উপর ভরসা হাড়িয়ে পেলেছিল।কারন যে দেশের মানুষের মানবতার মুল্য নেই,যে দেশের মানুষের প্রতি মানুষের আস্থা নেই আর সে দেশের কুকুর রাস্তার মধ্যেখানে গুমাবে না.......