নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ সোহাগ (A sinner slave of Allah) 2. সভ্যতার অসংগতি তুলে ধরার চেষ্ঠা করি ।\n

স্বপ্নবাজ তরী

প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক

স্বপ্নবাজ তরী › বিস্তারিত পোস্টঃ

বাং-গালি (যারা সমালোচনা কিংবা গালি দিলে উস্তাদ ) বলে কথা!

১৪ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩৭

মনে করুন আপনি অফিসে কাজ করছেন। এমন সময়ে শুনলেন আপনার পাশের টেবিলের কলিগ আপনার নামে বসের কাছে আজেবাজে সত্য মিথ্যা বলে বসের কান ভারী করে দিছে। তা শুনে রেগে আপনিও অন্য কলিগ দের কাছে ঐ কলিগ সম্পর্কে অ-গুণকীর্তি বলে যাচ্ছে। ঠিক এমন সময়ে বাসা থেকে কল আসলো আপনার প্রেগন্যান্ট স্ত্রীর কন্ডিশন খুবই খারাপ এখনই হসফিটাল নিতে হবে। আপনি এখন কি করবেন? কলিগের সমালোচনা করবেন নাকি স্ত্রীর কাছে যাবেন? পাগল ছাড়া যেকোন সুস্থ মানুষই বলবে, স্ত্রীর কাছে যাবে। কিন্তু বাস্তবে ঘটতেছে তার উল্টো টা। কি বিশ্বাস হচ্ছে না? বাংলাদেশের খেলা হচ্ছে তা নিয়ে অশ্বিন কিংবা রমিজ রাজা কে কি বললো তা নিয়ে আমরা সবাই ফেবুতে মুখর, পারলে দু'জনকে ল্যাংটা করে ফেলি তাদের ফেবু বা টুইটার অ্যাকাউন্ট কিংবা উইকিপিডিয়ার তথ্য উল্টা-পাল্টা করে দিচ্ছি কিন্তু এদিকে আমাদের শ্রমজীবি, গার্মেন্টস কর্মী, প্রবাসী ভাইবোন দের মাথার ঘাম পায়ে পেলে অর্জিত টাকা যে হ্যাক হয়ে ফিলিপিন্সের ক্যাসিনোগুলোর জুয়ার টেবিলে ঘুরপাক খাচ্ছে তা নিয়ে আমাদের ফেবু বিশেষজ্ঞদের না অনলাইন না অফলাইনে কোন প্রতিক্রিয়াই নাই। এবার চিন্তা করুণ এমন খেলা পাগল ফেবু বিশেষজ্ঞরা যেদিন বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিংবা বিভিন্ন পদে দায়িত্বে থাকবে সেদিন দেশের কিংবা রিজার্ভ ফান্ডের কি হাল হবে?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.