![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক
কবিতাঃ " স্বাধীনতা দিবস মানে "
------------------------------
স্বাধীনতা দিবস মানে
ভার্সিটির হলে হলে ভালো খাবার
স্বাধীনতা দিবস মানে
সরকারি অফিসে অালোকসজ্জা
স্বাধীনতা দিবস মানে
মিছিল শেষে টাকার কাড়াকাড়ি
স্বাধীনতা দিবস মানে
ফেসবুকে "শুভেচ্ছা" শব্দের উর্ধ্বগতি
স্বাধীনতা দিবস মানে
ফেস্টুন আর পোস্টারের ছড়াছড়ি
স্বাধীনতা দিবস মানে
স্লোগান মিছিলে নেতা নেত্রীর
প্রশংসার বাড়াবাড়ি
স্বাধীনতা দিবস মানে
স্মৃতিসৌধে মৌসুমি ফুলের ঘেঁষাঘেঁষি
স্বাধীনতা দিবস মানে
নতুন প্রত্যয়ে স্বাধীনতার খোঁজাখুঁজি।
২৬ শে মার্চ, ২০১৬ রাত ৮:৪৩
স্বপ্নবাজ তরী বলেছেন: ভাই,চেতনা ব্যবসার উদ্বধনী দিন আজ।
২| ২৬ শে মার্চ, ২০১৬ রাত ৮:২৪
দইজ্জার তুআন বলেছেন: স্বাধীনতা দিবস মানে
ভার্সিটির হলে হলে ভালো খাবার
আহহ........পুরান স্মৃতি মনে পইড়া গেলো
২৬ শে মার্চ, ২০১৬ রাত ৮:৩৮
স্বপ্নবাজ তরী বলেছেন: এখনও এই রীতি চালু আছো। ক্ষুধার মুক্তি দিলেও আমরা এখন কিন্তু পরাধীন।
৩| ২৬ শে মার্চ, ২০১৬ রাত ৮:২৫
দইজ্জার তুআন বলেছেন: জেলখানারও একি স্মৃতি আছে.................মধু মধু
২৬ শে মার্চ, ২০১৬ রাত ৮:৪২
স্বপ্নবাজ তরী বলেছেন: হ ভাই, মধু মধু । পরাধীনতার মধু।
৪| ২৬ শে মার্চ, ২০১৬ রাত ৯:০৯
শোভন ব্লগ বলেছেন: স্বাধীন বলতে আমরা বাংলাদেশীরা কতটুকু স্বাধীন তা আজো জানা হলনা .. খুব জানতে ইচ্ছে করে মাঝে মাঝে !!!!
২৬ শে মার্চ, ২০১৬ রাত ৯:৩১
স্বপ্নবাজ তরী বলেছেন: ভাই, এটা কি বলেন, চেতনাবজ রা শুনলে কিন্তু চেতনাহীন হয়ে যাবেন
৫| ২৬ শে মার্চ, ২০১৬ রাত ৯:১৪
যবড়জং বলেছেন: খোঁজাখুজি !!!!!
২৬ শে মার্চ, ২০১৬ রাত ৯:৩৩
স্বপ্নবাজ তরী বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০১৬ রাত ৮:১৮
দিশেহারা রাজপুত্র বলেছেন:
শব্দের পেছনের চেতনা খুঁজছি।