নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ সোহাগ (A sinner slave of Allah) 2. সভ্যতার অসংগতি তুলে ধরার চেষ্ঠা করি ।\n

স্বপ্নবাজ তরী

প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক

স্বপ্নবাজ তরী › বিস্তারিত পোস্টঃ

প্রাপ্তবয়স্কদের জন্য : ভায়াগ্রা নিবেন নাকি তরমুজ খাবেন?? :P

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:২৭

যারা বিয়ে করবেন ভাবছেন কিন্তু যৌনজীবন নিয়ে চিন্তিত কিংবা যারা বিয়ে করেছেন কিন্তু যৌনজীবনে সুখি না তবে আর একমুহূর্ত চিন্তা না করে এখনই বাসা থেকে বের হউন এবং বাজারে গিয়ে উপরের অংশ চকচকে সবুজ কিন্তু ভেতরের অংশ রক্তের মত লাল তরমুজ কিনে পুরোটা কিংবা অর্ধেকের বেশি খেয়ে সঙ্গীনির নিকট যান। আর নতুন করে উপভোগ করুণ বাসর রাতের আমেজ। কারণ টেক্সাস এ অ্যান্ড এম ইউনিভার্সিটির গবেষক বিনু পাতিল জানান, নতুন গবেষণায় প্রমাণিত হয়েছে, যারা যৌনশক্তির দিক থেকে অক্ষম বা দুর্বল,তাদের সক্ষমতার জন্য তরমুজই প্রাকৃতিক
প্রতিষেধক। অর্থাৎ যারা ভায়াগ্রা নিতে ভয় পাচ্ছেন তাদের জন্য এটা প্রাকৃতিক প্রতিষেধক। যৌনশক্তি বৃদ্ধি করতে মুলত অ্যামাইনো এসিড সহায়ক ভুমিকা পালন করে। আর বিনু পাতিল তার এক গবেষনায় একটি তরমুজের মধ্যে সিট্রোলিন নামক অ্যামাইনো অ্যাসিডের যথেষ্ট পরিমান উপস্থিতি লক্ষ্য করেন। এরই উপর ভিত্তি করেই তাদের এই দাবি। তবে বিষয়টা এখনও গবেষণাধীন।
তবে অপ্রাপ্তবয়স্ক এবং বৃদ্ধদের জন্যও রয়েছে তরমুজের বিশেষ গুণ যেমন অ্যাজমা বা হাঁপানি, ঋতুজনিত সর্দি, টনসিল, গরম-ঠাণ্ডার জ্বর, নাক দিয়ে পানি পড়া, অস্টিওআর্থ্রাইটিস, অর্থাৎ শরীরের প্রতিটি জয়েন্টে ব্যথা। গরমজনিত ঘা, ফোড়া দূর করে তরমুজ। কিডনির জন্য উপকারী। এছাড়া উচ্চরক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি কমায়।
অতএব আর দেরি না করে এই মৌসুমিফসলের উৎকৃষ্ট ব্যবহার করি। তবে কেনার সময়ে ফরমালিন মুক্ত তরমুজ কিনুন অন্যথায় হিতোবিপরীত হলে কর্তৃপক্ষ দায়ী না। আর যাবার বেলায় আমার ডাঃ অ্যাঙ্কেলের কথা বলি, উনি সবসময়ে একটা কথা বলতেন, "কেন তোদের শরীরে এত রোগ হয়। কেউ যদি ডাক্তারের ফ্রি আর ঔষুধ খরচ বাবদ দিয়ে মৌসুমি ফল ফলাধি খায়। তবে তার শরীরে কখনও রোগে বাসা বাঁধতে পারবে না। "

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:৩২

সুমন কর বলেছেন: শিরোনাম ভালো দিলেই পারতেন ।

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:৪২

স্বপ্নবাজ তরী বলেছেন: আপনার কাছে ভালো কোনো শিরোনাম থাকলে বলতে পারেন?

২| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৫

কালনী নদী বলেছেন: আমি হইলে সানাগ্রা চোজ করতাম যেহেতু তরমুজ দিয়া প্রতিকার পাইছি, বিয়া করলে দেখবো নে ভবিষ্যতে কি কাজ দেয়!

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৫

স্বপ্নবাজ তরী বলেছেন: আপনার জন্য শুভকামনা। তাড়াতাড়ি বিয়ে করুণ আর ভাই কৃতজ্ঞতা স্বরুপ আমি কিন্তু তো বিয়ে পাই।?

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৩

স্বপ্নবাজ তরী বলেছেন: আপনার জন্য শুভকামনা। তাড়াতাড়ি বিয়ে করুণ আর ভাই কৃতজ্ঞতা স্বরুপ আমি কিন্তু তো বিয়েতে দাওয়াত
পাই।?

৩| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:০৭

কালনী নদী বলেছেন: ইনশাহ-আল্লাহ

০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:১৫

স্বপ্নবাজ তরী বলেছেন: আলহামদুল্লিহ

৪| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৩

গোধুলী রঙ বলেছেন: বিষ যুক্ত রং দেওয়া তরমুজ ও!!!

০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৮

স্বপ্নবাজ তরী বলেছেন: হিতোবিপরীত হতে পারে।

৫| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৩:১৪

কালনী নদী বলেছেন: গোধুলী রঙ, যা বলছেন ঘটনা কিন্তু সত্যি!
তসলিমা আপার এই লেখাটা পড়লে তাই মনে হয়।
গুন্ডা টাইপ মানুষ আমি, আমারে বিয়া করবে টা কে?
তারপরও দেখি কি করা যায়। ব্যাপারটা অনেক দূরের।

০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

স্বপ্নবাজ তরী বলেছেন: ভাই এখন যুগটাই ত গুন্ডাদের দখলে। আপনাদেরই ত কদর সব জায়গায়। :P

৬| ০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২২

কালনী নদী বলেছেন: কথাটা ঠিক কিন্তু বিয়ের সময় মেয়েরা যে, নিমরা বিড়ালই পছন্দ করে! দেখি সুন্দরি দেইখা একটারে তুইলা নিয়া সাদি করে ফেলব :)

০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

স্বপ্নবাজ তরী বলেছেন: আসলেই মেয়েরা প্রেম করার সময়ে স্মার্ট ছেলেকে খুঁজে আর বিয়ের সময় সবসময় টাকাওয়ালা ছেলেকে বেছে নেয় ছেলেটা যতই হাবাগোবা হউক না কেন? দেখে মনে হয়, ছেলে নহে টাকা কে বিয়ে করছে।

৭| ০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১১

চাঁদগাজী বলেছেন:


চুপি চুপি তরমুজ কিনে নিয়ে এসেছি; সুগার বাড়ার সম্ভাবনা কেমন?

০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

স্বপ্নবাজ তরী বলেছেন: অনেকের ধারণা, তরমুজ মিষ্টি, তাই ডায়াবেটিসের রোগীরা খেতে পারবেন না। কিন্তু ধারণাটি পুরোপুরি সত্য নয়। তরমুজের পটাশিয়াম, ম্যাগনেশিয়াম রক্তের ইনসুলিনকে সুষ্ঠুভাবে কাজ করার শক্তি জোগায়। তাই ডায়াবেটিসের রোগীরাও এই ফল
খেতে পারবেন। তবে পরিমিত হওয়া বাঞ্ছনীয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.