নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ সোহাগ (A sinner slave of Allah) 2. সভ্যতার অসংগতি তুলে ধরার চেষ্ঠা করি ।\n

স্বপ্নবাজ তরী

প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক

স্বপ্নবাজ তরী › বিস্তারিত পোস্টঃ

নমিনী নহে, মৃতব্যক্তির টাকা পাবে উত্তরাধিকারী।

০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩২

ব্যাংক হিসাবধারী কোনো ব্যক্তির মৃত্যুর পর ব্যাংকে রক্ষিত টাকা এখন থেকে নমিনির পরিবর্তে হিসাবধারীর উত্তরাধিকারী পাবে- মর্মে আদেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (৩ এপ্রিল) বিচারপতি নাঈমা হায়দারের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। (বাংলামেইল২৪.কম)।
বাংলাদেশের ব্যাংকিং সিস্টেমে এই অাইনকে অবশ্যই আমি ব্যক্তিগতভাবে সাধুবাদ জানাই। কারণ বাংলাদেশের অধিকাংশ ক্ষেত্রে নমিনী ব্যপারটা কাগজেই সীমাবদ্ধ। শুধু ফরমের একটা ঘর পূরণের জন্য অনথ্যায় এটার সঠিক কোন ব্যবহারই নাই। যেমন আমার এক বন্ধুর নমিনী আমি। আমি নিশ্চিত ভার্সিটি লাইফ শেষে তার সাথে আমার দেখা হবার সম্ভবনা খুবই কম। এখন ভবিষ্যতে তার যদি কোন প্রবলেম হয় এবং অামার বর্তমান কিংবা স্থায়ী ঠিকানা যদি পরিবর্তন হয়ে যায় তখন কিন্তু বিশাল বড় একটা ঝামেলায় পড়তে হতে পারে আমার বন্ধুর পরিবারটির। এই কারণেই আমি মনে করি এই আইনটি বর্তমান বাংলাদেশের সাপেক্ষে একটা যুগোপযোগী পদক্ষেপ।
ব্লগে কেউ যদি ব্যাংকিং সেক্টরে কিংবা আইন বিষয়ে পড়ালেখা করে থাকেন তবে অবশ্যই আপনাদের মতামত ব্যক্ত করবেন। এতে হয়তো অাইনটির দুর্বল দিক কিংবা আরো কি পদক্ষেপ নিলে আইনটি শক্তিশালী হবে তা জানা যাবে।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:০৯

ইকরাম বাপ্পী বলেছেন: নমিনি করার ক্ষেত্রে বাবা, মা, ভাই, বোন, স্বামী, স্ত্রী কিংবা ছেলে মেয়ে যাদের ১৮ বছর হয়েছে তাদের করাটাই যুক্তি যুক্ত এবং অনেক ক্ষেত্রে নিরাপদ.... এর বাইরে করার কি কোন কারন থাকতে পারে? হয়ত জরুরী দরকারে অনেকে এর বাইরে করে ফেলেন, কিন্তু মনে হয় না তা ভা্লো.... .. .. .. ..

০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:১৩

স্বপ্নবাজ তরী বলেছেন: জ্বী ভাই। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

২| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৪

সাইয়িদ রফিকুল হক বলেছেন: খুব ভালো একটি সিদ্ধান্ত। এতোদিনে সঠিক কাজটি হয়েছে।
আপনাকে ধন্যবাদ।

০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৬

স্বপ্নবাজ তরী বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৩| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৭

বিজন রয় বলেছেন: তাই নাকি?

০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৭

স্বপ্নবাজ তরী বলেছেন: জ্বী, দাদা।

৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৮

তিক্তভাষী বলেছেন: এখন যা হবেঃ
১। মৃতের উত্তরাধিকারীদের প্রথমে উকিলের শরণাপন্ন হতে হবে। উকিলের ফিস কত দিতে হবে সেটা গুনে রাখুন।
২। আদালতে সাকসেশন মামলা করতে হবে। ব্যাংকে রাখা টাকার অংকের ওপর হিসেব করে কোর্ট ফি দিতে হবে সেটা গুনে রাখুন।
৩। কতবার ব্যাংকে যাতায়াত, উকিলের সাথে দেনদরবার, কোর্টে হাজিরা দিতে যেতে হবে তার রাহাখরচ গুনে রাখুন।
৪। আদালতে মামলাজট আছে জানেন তো? কাজেই স্বল্পসময়ে টাকা পাওয়ার কথা ভুলে যেতে পারেন।

কোনো সন্দেহ নেই কিছু লোকের আমদানী বাড়বে। কাজটা তাহলে ভালোই হলো!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.