নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ সোহাগ (A sinner slave of Allah) 2. সভ্যতার অসংগতি তুলে ধরার চেষ্ঠা করি ।\n

স্বপ্নবাজ তরী

প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক

স্বপ্নবাজ তরী › বিস্তারিত পোস্টঃ

He is a supporter of bd cricket team & A banker.

১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:১৯

ছবি কথা বলে !!!!




Another supporter


আপনাদের টাইমলাইনের গুলোও পাঠান

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৩৩

সানজিদা আয়েশা শিফা বলেছেন: এটা হয়ত উনি ওইভাবে লিখেন নি, উনার লিখা সব সময়ই পড়ি। কিছু রসাত্মক টপিক লিখেন বটে কিন্তু খুব খারাপ রকম কিছু চোখে পড়ে নি কখনো ।

১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৩৮

স্বপ্নবাজ তরী বলেছেন: মালও রসাত্মক শব্দ . ????

২| ১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৪২

স্বপ্নবাজ তরী বলেছেন: @সানজিদা আয়েশা শিফা
এরা পাবলিক টেম্পারমেন্ট মাথায় রেখে লেখে. এদের উদ্দেশ্য লাইক , কমেন্ট.

৩| ১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ১:১৮

মোটা ফ্রেমের চশমা বলেছেন: আপনি যেই ব্যাঙ্কারের কথা বললেন, উনি নিজেও এই ব্লগের পুরানো মেম্বারদের মধ্যে অন্যতম এবং একজন লেখকও। ওনার লেখার সার্কাজম ১৮+ আর এমন রসিকতা আমরা নিজেরাও করি কমবেশি। খুঁত ধরে ব্লগে পোস্ট দেয়ার দরকার ছিলো বলে মনে করি না।

৪| ১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ১:২৮

রক্তিম দিগন্ত বলেছেন:
জিকো ভাইয়ের স্ট্যাটাসের স্ক্রিনশট দিয়ে গালি গালাজের জন্য প্রস্তুত হতে দিচ্ছিলেন। বেশ!

উনার লেখার ধরণ সম্পর্কে আপনার আইডিয়া না থাকায় আপনি এমন পোস্ট করেছেন। উনি অনেক বড় একটা খেলা পাগল মানুষ। খেলায় দুঃখজনক ফল আসলে উনার এইসব উদ্ভট সারকাস্টিক স্ট্যাটাস কিছুটা হলেও স্বস্তি দেয়।

আর সবচেয়ে বড় কথা - উনি বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে সেন্সিবল ভাবে লিখতে পারবেন - তা অনেক বড়সর ক্রিকেট ভক্তও লিখতে পারবে না।

উনার টাইমলাইন ঘেটে ঘেটে পোস্ট পড়তে থাকুন - উনার সার্কাস্টিক আচরণ সম্পর্কে ধারণা পেয়ে যাবেন।

৫| ১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ১:২৮

রক্তিম দিগন্ত বলেছেন:
জিকো ভাইয়ের স্ট্যাটাসের স্ক্রিনশট দিয়ে গালি গালাজের জন্য প্রস্তুত হতে দিচ্ছিলেন। বেশ!

উনার লেখার ধরণ সম্পর্কে আপনার আইডিয়া না থাকায় আপনি এমন পোস্ট করেছেন। উনি অনেক বড় একটা খেলা পাগল মানুষ। খেলায় দুঃখজনক ফল আসলে উনার এইসব উদ্ভট সারকাস্টিক স্ট্যাটাস কিছুটা হলেও স্বস্তি দেয়।

আর সবচেয়ে বড় কথা - উনি বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে সেন্সিবল ভাবে লিখতে পারবেন - তা অনেক বড়সর ক্রিকেট ভক্তও লিখতে পারবে না।

উনার টাইমলাইন ঘেটে ঘেটে পোস্ট পড়তে থাকুন - উনার সার্কাস্টিক আচরণ সম্পর্কে ধারণা পেয়ে যাবেন।

১৩ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৩৮

স্বপ্নবাজ তরী বলেছেন: আমিও উনার লেখা পড়ি, অনেক ভালো লেখাই লেখে। তার মানে এই না উনি যা লিখবে সব ভালো? কারো প্রশংসা করবেন ভালো তবে খারাপ কাজে সমালোচনা করার জায়গাটা রাইখেন।

৬| ১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ১:২৯

রক্তিম দিগন্ত বলেছেন:
আর আম্পায়ারদের নিয়ে কথাটা একদম ঠিক। বাংলাদেশী আম্পায়ার আসলেও খুব বাজে মানের আম্পায়ার।

৭| ১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ১:৪৫

জিকসেস বলেছেন: করার মত কি আর কিছু নাই? স্ট্যাটাস যা দিছি সেটা তো ৫০ হাজার লোকই দেখেছে এইখানে আর কার কি দেখার আছে? তবে ইমরুল কায়েসকে গালি দেওয়ার কমেন্টটা আমার না, আপনি তো এমন ভাবে প্রেজেন্ট করছেন যে সেটার দায়িত্বও আমার ঘাড়ে পড়ে?

Don’t put your energy to defame others.

১৩ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৩৬

স্বপ্নবাজ তরী বলেছেন: ইমরুল যখন ক্যাচ ছেড়ে দেয় তখন শুধু আপনি না আরো অনেকই গালি দিছে। তার মানে এটা না গালি দেয়াটাকে একটা রীতে পরিণত করতে হবে। আপনার ভেতরে একাত্ন ব্যক্তিগত পুঞ্জিভূত রাগ কে সবার মাঝে জড়িয়ে না দিয়ে বরং ভেতরের ভালোবাসাটাকে ছড়িয়ে দিতে চেষ্টা করুন।
আপনি স্ট্যাটাস দেয়ার মাধ্যমে বরং একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন। সবাই কে গালি দিতে উৎসাহ করেছেন। যার প্রতিফলন ঐ স্ট্যাটাসের কমেন্টটা।
আমিও আপনাকে একই কথাই বলতে চাই Don’t put your energy to defame others.

৮| ১৩ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:৩৫

সজীব মোহন্ত বলেছেন: ;)

৯| ১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:৩৬

জিকসেস বলেছেন: আমি গালি দেইনাই, যেটা বলেছি সেটা আর যাই হোক গালি না, এটা যে বুঝবে না তাকে বোঝানোর কিছু নাই। ভাই, জোর কইরা মানুষের কাছে নিজে বিরক্তিকর হিসেবে টেনে আইনেন না। নিজের কাজ করেন। আল্লাহ হাফেজ।

১০| ১৪ ই অক্টোবর, ২০১৬ রাত ১:৪৪

স্বপ্নবাজ তরী বলেছেন: কে কে আমার উপর বিরক্ত হয়েছে কিংবা হবে এটা নিয়ে আমি চিন্তিত না। যাক আমার উদ্দেশ্য সফল হয়েছে। পোষ্টটা ডিলিট/অনলি মি করার জন্য ধন্যবাদ।আল্লাহ হাফেজ।

১১| ১৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:৫৫

খায়রুল আহসান বলেছেন: অহেতুক, অপ্রয়োজনীয় একটা ক্যাচাল-কাইজ্জা হলো বলে মনে হয়।
বাংলাদেশের আম্পায়ারদের সিদ্ধান্ত প্রায়শঃই অন্যায়ভাবে বাংলাদেশের বিরুদ্ধে যায় বলে আমিও খেয়াল করেছি। তারা বাংলাদেশী খেলয়ারদের পক্ষে ন্যায্যভাবে প্রাপ্য বেনিফিট অব ডাউট দিতেও ভয়ে কম্পমান থাকেন, তাই দেন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.