নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ সোহাগ (A sinner slave of Allah) 2. সভ্যতার অসংগতি তুলে ধরার চেষ্ঠা করি ।\n

স্বপ্নবাজ তরী

প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক

স্বপ্নবাজ তরী › বিস্তারিত পোস্টঃ

মিডিয়া যুগ থেকে বলছি।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৫৬

আমেরিকা কি জঙ্গি??? অবশ্যই না। সৌদি আরব কি জঙ্গি?? হতেই পারে না। অথচ ইয়েমেনের হাজার হাজার বেসামরিক নাগরিক কে হত্যা করতেছে সৌদি আরব। আর সৌদিকে অস্ত্র দিয়ে সাহায্য করছে ওবামা প্রশাসন। ইরাক, আফগান, ফিলিস্তিন, পাকিস্থান, লিবিয়া, সিরিয়া সবগুলো সংকট মুসলমনরা তৈরি করে নি, করছে আমেরিকা। তবু আমেরিকা জঙ্গি না। কারণ সংবাদ মাধ্যম এগুলোকে ডোন হামলা, সন্ত্রাস দমন অভিযান হিসেবে অাখ্যায়িত করেছে। আপনার বাবা মা, বোন, ভাই, প্রিয় মানুষকে কেউ অন্যায়ভাবে কেউ হত্যা করলে , আপনিও চাইবেন প্রতিশোধ নিতে এটাই মানুষের সহজাতপ্রবৃত্তি। অথচ যখন আপনি প্রতিরোধ কিংবা প্রতিবাদ করছেন তখনই আপনি হয়ে গেলেন জঙ্গি, সন্ত্রাস, আইএস।
এটা এক অদ্ভুদ সময়, অদ্ভুদ সব কার্মকান্ড, বিবেক বহু আগেই বিবর্জিত হয়ে গেছে। টিকে আছে শুধু পা চাটা। যত বেশি পা চাটবেন ততই উন্নতি। আপনি কাকে সন্ত্রাস বলবেন? কাকে গালি দিবেন? সবই যখন মিডিয়া ঠিক করে দিচ্ছে তখন আপনি, আমি মূলত তোতাপাখি।
গুহাযুগ, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগের পর এখন চলছে সাংবাদিক যুগ।
আমাদের খাদ্য অভ্যাস, পোশাক পরিচ্ছেদ, কথা বলার ভঙ্গি থেকে শুরু করে টয়লেটের কালার কেমন হবে সবই তারাই ঠিক করে দিচ্ছে। সামাজিক আচার আচারণ থেকে শুরু করে হাইকোর্টের বিচারের রায়ও নির্ধারণ করছে সূক্ষ্ম আমজনতার সেন্টিমেন্টালকে হাতিয়ার বানিয়ে।
আপনি প্রেম করবেন, কিভাবে করবেন সবই তারা নির্ধারণ করছে। আপনি বিবাহ করবেন, কোন কমিনিউটিতে বৌ ভাত থেকে শুরু করে বাসর রাতের কার্মকান্ড কি হবে সবই তারা বলে দিচ্ছে। শিশু জন্মের পর তার নাম থেকে শুরু করে কফিনের রং তারাই নির্ধারণ করছে।
আমরা, হে আমি, আপনি ত শুধু তাদের নির্দেশিত পথে চলছি। সবচেয়ে ভয়ংকর দিক হচ্ছে যারা (সাংবাদিক মিডিয়া )এটা নির্ধারণ করছে তারাই সেটা ভয়ংকর সুন্দর ভাবে অনুকরণ অনুসরন করছে। এই পথচলা কবে থামবে বা কে থামাবে তা কেউ জানে না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.