![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক
: কী করো?
: বসে আছি?
: সারাক্ষণ বসে বসে কি করো?
: কিছু না।
: সত্যি করে বলো কি করো?
: বললাম না কিছু না। বসে বসে তোমাকে দেখি?
: হ হয়ছে আর মিথ্যা বলতে হবে না। খাবার খাইছ?
মেসেজ seen হয়েছে কিন্তু রিপ্লাই নাই । কিছুক্ষণপর
: এই কি হয়ছে, ans দাও না কেন?
: এই ত বল।
: সত্যি করে বলো কি করো? মুভি দেখ তাই না?
: আরে না। মুভি না, নাটক দেখি।
: নাটক, হ। ভালো দেখ। বাই। বাই। বাই।
: আরে একটু প্লিজ। ওকে। নাটক দেখা বন্ধ জানু।
seen হয়েছে কিন্তু রিপ্লাই নাই। কিছুক্ষণপর
: জানু, প্লিজ কথা বলো।
: আমি কে? দেখ, ন্যাংটা ন্যাংটা মেয়েদের নাচ দেখ।
: ছিঃ জানু। আমি ঐসব দেখি না।
: হ জানি আমি।
: আচ্ছা বাদ দাও, জানু। বল কি করো?
: "অাকিরা" দেখি।
: হ, আমি দেখলেই যত দোষ?
: বেশি কথা বলবে না। মুভি ত দেখ না টেনে টেনে শুধু বাজে জিনিস দেখ, আমি জানি না।
: আর তুমি কি দেখ?
: তুমি আমাকে নিয়ে এসব বাজে চিন্তা করে।
: না জানু আমি এমন কিছু বুঝাই নাই।
: খবরদার লুচ্ছা কোথাকার। আজকের পর থেকে আমাদের মাঝে আর কোন সম্পর্ক নাই। ব্রেকআপ।
: প্লিজ জানু এমনটা করো না।
seen but no reply.
অতঃপর.............আবার চ্যাট সাথে রসালো প্রেম । কিছুদিনপর টেংরা মাছের সাইজ নিয়ে ঝগড়া ,অতঃপর আবার ব্রেকআপ !!
এই ব্রেকআপ , ব্রেকআপ খেলা একটা চলমান প্রক্রিয়া
©somewhere in net ltd.