নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ সোহাগ (A sinner slave of Allah) 2. সভ্যতার অসংগতি তুলে ধরার চেষ্ঠা করি ।\n

স্বপ্নবাজ তরী

প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক

স্বপ্নবাজ তরী › বিস্তারিত পোস্টঃ

রিভিউঃ যদ্যপি আমার গুরু -- একজন নিভৃতচারীর গল্প।

২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৬


বইয়ের নামঃ যদ্যপি আমার গুরু
লেখকঃআহমদ ছফা
প্রকাশনাঃমাওলা ব্রাদার্স
মূল্যঃ ১৭৫ টাকা

"যদ্যপি আমার গুরু" বইটিকে আপনি প্লুটোর "Phaedo" এর সাথে তুলনা করতে পারেন। প্লেটোর লেখার মাধ্যমে আমরা যেমন তার শিক্ষক দার্শনিক সক্রেটিস সম্পর্কে জানতে পারি। তেমনি এ বইটির মাধ্যমেও আমরা জানতে পারি আহমদ ছফার শিক্ষক রাজ্জাক স্যার সম্পর্কে। এই বইটি লেখা না হলে হয়তো কখনও জানাও যেত না এমন একজন উঁচু মানের লোক এদেশে ছিল। যিনি কোন প্রকার লেখালেখি না করেই শুধুমাত্র চিন্তা, মননের মাধ্যমে বহু মানুষের চিন্তা চেতনাকে নাড়িয়েছ।
এই বইটি আত্মজীবনী হতে পারত কিন্তু ঘটনার বর্ননা এমন ভাবে সাজানো হয়েছে তা থেকে বুঝা কঠিন কোনটি আগে কোনটি পরে।
কথা হচ্ছে কেন বইটি গুরুত্ববহ?প্রথমত আমার কাছে বইটির সবচেয়ে আকর্ষনী দিক বলি কিংবা ভিন্নতাই বলি তা হচ্ছে, আব্দুর রাজ্জাক স্যারের জন্ম সন। যা উনাকে তিনটি ভিন্ন ভিন্ন রাষ্ট্রের নাগরিকত্বের স্বাদ আস্বাদনের সুযোগ করে দেয়। শুধু তাই নয়, শিক্ষা ও বিচক্ষণতা, নির্লোভ, সহজ সরল জীবন যাপন, সহযোগী ও সৌহার্দ পূর্ণ মনোভাবের মাধ্যমে উনি এমন এক পর্যায়ে ছিল , যার কারণে ব্রিটিশ আমল,পাকিস্তান শাসন এবং স্বাধীনতা যুদ্ধ থেকে বাংলাদেশের জন্মের পটভূমি তে যেসব দেশীয় ও বিদেশি বাঘাবাঘা ব্যক্তি রাজনৈতিক ও রাষ্ট্রীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তাদের প্রায় প্রত্যকে কোন না কোন সময়ে উনার সংস্পর্শে এসেছিল। ফলে ঐ সকল ব্যক্তি ও গোষ্ঠী সম্পর্কে উনার নিজস্ব মতামত ও তাদের চিন্তা চেতনা সম্পর্কে আমরা জানতে পারি। যা বইটির প্রাণ বলা যায়।
দ্বিতীয়ত বইটির মাধ্যমে আমরা আমাদের সংস্কৃতি, ভাষা, এবং আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা প্রবাহ সম্পর্কেও জানতে পারবো।

বিঃদ্রঃ উনি কেন কোন লেখালেখি করে নি তা সম্পর্কে কেউ জানলে আবশ্যই জানাবেন?

মন্তব্য ১৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০৭

আখেনাটেন বলেছেন: আসলেই অসাধারণ একটি বই। আর আহমদ ছফার লেখার ধরণের কারণে আরো আকর্ষনীয়। আর নিভৃতচারী অসম্ভব মেধাবী এক মানুষের চিন্তাচেতনা সম্পর্কে জানা।

২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১১

স্বপ্নবাজ তরী বলেছেন: কিন্তু কেন তিনি কোন লেখালেখি করে নি তা সম্পর্কে কি কিছু জানেন ?

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৩

রূপক বিধৌত সাধু বলেছেন: He has some interviews.

২৭ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৯

স্বপ্নবাজ তরী বলেছেন: ধন্যবাদ । আসলে লোকটা র্সম্পকে যতই জানতেছি ততই আগ্রহ আরো বাড়েছ.

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৬

আখেনাটেন বলেছেন: সরদার ফজলুল করিমের সাথে কথপোকথনের মাধ্যমে উনার সম্পর্কে জানতে পারেন। এই বিষয়ে লেখা আছে নেটে খুঁজে দেখেন।

২৭ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০০

স্বপ্নবাজ তরী বলেছেন: ধন্যবাদ @আখেনাটেন

৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৭

কিবরিয়াবেলাল বলেছেন: আহমদ ছফা এক অসাধারণ প্রতিভাবান ব্যাক্তি ছিলেন।তাকে নিয়ে লেখার জন্য অভিনন্দন।

৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৭

কিবরিয়াবেলাল বলেছেন: আহমদ ছফা এক অসাধারণ প্রতিভাবান ব্যাক্তি ছিলেন।তাকে নিয়ে লেখার জন্য অভিনন্দন।

২৭ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০২

স্বপ্নবাজ তরী বলেছেন: আসলে তেমন কিছুই লিখি নি । সবে ত জানা শুরু করলাম ।মন্তব্যের জন্য ধন্যবাদ

৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:২৮

স্নিগ্ধ শোভন বলেছেন:
পড়ার ইচ্ছে রইলো।
পড়তে হবে তালিকাতে বইটি আছে, সময় বের করে পড়ে নিবো। চোখের সামনে এনে দেয়ার জন্য ধন্যবাদ।

২৭ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০৪

স্বপ্নবাজ তরী বলেছেন: অগ্রীম শুভকামনা রইল । নতুন কিছু জানলে অবশ্যই জানাবেন

৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪০

ভীনদেশী বলেছেন: আহমদ ছফা সম্পাদিত কয়েকটা বই পড়েছি। তার লেখা যদ্যপি আমার গুরু বইটাও পড়ার ইচ্ছা আছে।

২৮ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩২

স্বপ্নবাজ তরী বলেছেন: শুভকামনা রইল

৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৪৬

রাজীব নুর বলেছেন: পড়েছি। এবং আবার পড়ব।

৯| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০১

মোঃ রফিকুল ইসলাম খান বলেছেন: পড়েছি খুব ভালো লাগলো....................।

১০| ০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫৩

ভারসাম্য বলেছেন: অধ্যাপক আব্দুর রাজ্জাক সত্যিই এক রহস্যময় চরিত্র ছিলেন, অথচ তাঁর জীবন যাপন, কথাবার্তা সবই ছিল প্রচন্ড রকম সাদামাটা। একদিকে তিনি ছিলেন মুসলিম লীগের অনানুষ্ঠানিক উপদেষ্টা, আবার ছয়দফার মূল প্রণেতাও নাকি তিনি।

তাঁর সম্পর্কে বাংলাদেশের ব্লগ কিংবদন্তী প্রয়াত ইমন জুবায়ের ভাইয়ের একটি ব্লগপোস্ট আছে।

যাই হোক, এই পোস্টে দার্শনিক প্লেটোকে (Plato) ভুলক্রমে 'প্লুটো' লেখা হয়েছে, যা সেরে নিলে ভাল হবে হয়তো।

+++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.