![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক
তোমার শূন্যতায় এত,এতটা তেত
বিস্বাদ, বিষযুক্ত।
তোমাকে না দেখায় এত, এতটা হাহাকার
বেদনা, ক্ষরিত হৃদয়ের রক্ত।
আমি। আমিত্ব। আজ রিক্ত।
ভালো থাকা কিংবা খারাপের মন্দ
হাসা কিংবা কান্না না জানা
তোমায় না দেখা কিংবা তোমার শূণ্যতা
আমিহীন ধরা কিংবা তোমায় না পাওয়া।
সবই ত সম কিংবা বেসম না।
২২ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৯
স্বপ্নবাজ তরী বলেছেন: ধন্যবাদ।
২| ২২ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪
তোমার জন্য মিনতি বলেছেন: ভালো লাগলো কবিতা ++++++
২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:২১
স্বপ্নবাজ তরী বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২২ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৭
খায়রুল আহসান বলেছেন: তোমাকে না দেখায় এত, এতটা হাহাকার
বেদনা, ক্ষরিত হৃদয়ের রক্ত।
আমি। আমিত্ব। আজ রিক্ত। - বেশ বলেছেন!