![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক
১।
ভক্তঃ বাবা, আশীর্বাদ করুন, বড় হয়ে যেন আমি সফল ভ্যানচালক হতে পারি?
সাধুবাবাঃ ভ্যানচালক?(চোখ লুকিয়ে) তুই কি আমার অাশীর্বাদকে তিরষ্কার করছিস নাকি?
ভক্তঃ কষ্টপাবেন না। বলা ত যায় না, যদি কভু প্রধানমন্ত্রী ভ্যানে উঠে পড়ে তবে কে ঠেকায় আমার সরকারী চাকরী।
২।
১ম বন্ধুঃ বন্ধু চল ভ্যান কিনি?
২য় বন্ধুঃ ভ্যান কিনলেই কি হবো? কোথায় চালাইবো সেটাও ত ঠিক করতে হবে?
১ম বন্ধুঃ আরে এটা এত ভাবার কি আছে? তুই ধানমন্ডিতে, আমি সংসদ ভবন এলাকায়।
৩।
ছেলেঃ বাবা,আমি ভ্যান চালামু না। পড়ালেখা করুম?
বাবাঃ চুপ। একদম চুপ। পড়ালেখা করবা। পড়ালেখা করতে কত টাকা লাগা জানস। ভ্যান চালা, সরকারী চাকরি পাবি।
২৯ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২২
স্বপ্নবাজ তরী বলেছেন: কাজটা যে লেইম , সেটা আমিও বুঝি তবে বুঝেনি বিমানবাহিনীর র্কমর্কতারা । তারা প্রধানমন্ত্রীর তোষামোদি করার জন্যই এমন কাজটা করে। ছেলেটাকে চাকরী দিছে এতে আমার কোন প্রকার হিংসা হচ্ছে না তবে ব্যপারটা স্বজনপ্রীতি ও তোষামোদির বহিঃপ্রকাশ নহে কি ?
২| ২৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৬
বিলুনী বলেছেন: ভেন চালক হতে মানা করছে কে ?
পারলে ভেল চালানোর কাজে নীজের ছবি দিয়ে পোস্ট করুন দেখে প্রীত হই
হাজার হাজার মানুষ ভেন চালাচ্ছে , তাদেরকে নিয়ে উপহাস করা কি মানায়
এটা অতি সন্মানজনক একটি পেশা ।
২৯ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৩
স্বপ্নবাজ তরী বলেছেন: সকল কাজই সম্মানের তাই বলে যোগ্যতার চেয়ে তোষামোদিকে প্রাধান্য কতটা যুক্তিক ?
৩| ২৯ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৭
পলাশমিঞা বলেছেন: চালকের দিকে ভালো করে তাকিয়ে দেখে বলুন সে ভেনচালক।
যোগ্যরা কাজ পাচ্ছে না কিন্তু ভেনচালক চালাবে বিমান।
নিশ্চয় আমাদের কপালে অকালমৃত্যু লেখা হয়েছে?
২৯ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৫
স্বপ্নবাজ তরী বলেছেন: এটাই ত আজকের বাংলাদেশের চিত্র
৪| ২৯ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪১
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাগ্যিস পাইলট বানায় নি
হা হা হা হা
(গায়ে তো রিকশা ভ্যানের ড্রাইভারকে আহলাদ করে পাইলট ডাকে )
২৯ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬
স্বপ্নবাজ তরী বলেছেন: বিমানবাহিনীর চাকুরী কিছুদিন পর দেখা যাবে পাইলটদের নিয়ন্ত্রন করছে
৫| ২৯ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫
চাঁদগাজী বলেছেন:
প্রাইম মিনিস্টারের জনপ্রিয়তা নেই, ভ্যানে চড়ার পরও সমালোচিত হচ্ছেন; প্রাইম মিনিস্টার যদি ফিডব্যাক পান, উনি উপকৃত হতে পারতেন।
২৯ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫০
স্বপ্নবাজ তরী বলেছেন: জনপ্রিয়তার নেই, তারচেয়ে বড় কথা ব্যপারটাকে নিয়ে বিমানবাহিনীর লোকরা বাড়াবাড়ি করছে
৬| ২৯ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৩
শোভ বলেছেন: গরীব ভ্যান চালক চাকরি পাওয়াতে এতো চুলকানি কিন্তূ ৮ম শ্রেণী পাশ করে যখন প্রধান মন্ত্রী হন তখন চেতনা কি ঘুমিয়ে থাকে নাকি ?
২৯ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২২
স্বপ্নবাজ তরী বলেছেন: পড়ালেখা না করেও প্রধানমন্ত্রী হওয়া যায় । ব্যপারটা হল ,শুধু তোষামোদ কিংবা সহনাভুতির বিনিময় ই যদি চাকুরী জুটে তবে পড়ালেখা কেন?
৭| ২৯ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪০
ভ্রমরের ডানা বলেছেন:
শিরোনামে যথেষ্ট কষ্ট পেয়েছি। ভ্যান চালানো কি অপরাধ? সারগাজমের একটা সীমা থাকা দরকার।
২৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৬
স্বপ্নবাজ তরী বলেছেন: সকল কাজই সম্মানের তাই বলে যোগ্যতার চেয়ে তোষামোদিকে প্রাধান্য কতটা যুক্তিক
৮| ২৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:১৪
দিস ইজ ইব্রাহিম বলেছেন: ভ্যান চালিয়ে যদি ধারুন কিছু হয় তাহলে ভ্যানচালক হওয়া ই ভাল
২৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:২৮
স্বপ্নবাজ তরী বলেছেন:
৯| ২৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪৬
প্রবাসী দেশী বলেছেন:
শিরোনামে যথেষ্ট কষ্ট পেয়েছি। ভ্যান চালানো কি অপরাধ? সারগাজমের একটা সীমা থাকা দরকার।
২৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:০৫
স্বপ্নবাজ তরী বলেছেন: কাউকে ছোট করার জন্য লেখা হয়নি । প্রধানমন্ত্রী যখন স্বজনপ্রীতি , সহনাভূতি , তোষামোদে মুগ্ধ তখন আমাদেরকেও ত তাকে তোষামোদ করতে হবে ।
১০| ৩০ শে জানুয়ারি, ২০১৭ রাত ২:১৭
অভি চৌধুরী বলেছেন: পড়া লেখা করেও মানুষ যে কতটা নিচ আর অন্ধ বিবেকহীন হতে পারে এই ব্লগে না আসলে বুঝতেই পারতামনা,
@চাঁদগাজী যাষ্ট বি কেয়ারফুল।দেশের একটা পদকে সন্মান দিতে শিখুন। মুখে লাগাম লাগান, মুখ যা আসে তা বলতেই হবে এমন বিশ্বাসী মানুষরাই অমানুষ।
৩০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১১
স্বপ্নবাজ তরী বলেছেন: বুঝিনি , খোলসা করুন
১১| ৩০ শে জানুয়ারি, ২০১৭ রাত ২:২৪
কলাবাগান১ বলেছেন: "গরীব ভ্যান চালক চাকরি পাওয়াতে এতো চুলকানি কিন্তূ ৮ম শ্রেণী পাশ করে যখন প্রধান মন্ত্রী হন তখন চেতনা কি ঘুমিয়ে থাকে নাকি ?"
সহমত...
আজ হাসিনা যদি কোন কিছু না করত এই ভ্যান চালকের জন্য, তখনও অনেক কথা বলতেন আপনাদের মত লোকেরা। এই আপনারাই কিছু বলেন নাই যখন রাজাকার রা বাংলাদেশের রক্তস্নাত পতাকা কে তাদের গাড়ীতে তুলেছিল। পত পত শব্দ তখন আপনাদের খুব মধুর ধ্বনি বলেই মনে হত।
যারে দেখতে পারি না তার চলন বাকা....
৩০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৩
স্বপ্নবাজ তরী বলেছেন: আপনার জবাব উপরেরর কমেন্টেই আছে ,দেখুন,বুঝুন তারপর মন্তব্য করুন
১২| ৩০ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৭:০৮
শূণ্য পুরাণ বলেছেন: ভাই অামারে লগে নিয়েন, অামিও ভ্যান চালামু।
৩০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৯
স্বপ্নবাজ তরী বলেছেন: হপবে ভাই ,
১৩| ৩০ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৪
কথাকথিকেথিকথন বলেছেন: কী আর করা । প্রধানমন্ত্রীকে নিয়ে ভ্যান চালাইছে বলে কথা !!
৩০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৬
স্বপ্নবাজ তরী বলেছেন: হও , ভ্যানটাও যাবে জাদুকর,কপাল
১৪| ৩০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০০
মাজুবিবি বলেছেন: কথায় বলে, ‘কাছা খুলতে দেরী হয়, তবে কপাল খুলতে সময় লাগে না’। প্রথমটা খুললে ইজ্জ্ব নিয়া টানা টানি আর পরেরটা খুললে বিমান বহিনী, পাইলটও কথায় বলে, ‘কাছা খুলতে দেরী হয়, তবে কপাল খুলতে সময় লাগে না’। প্রথমটা খুললে ইজ্জ্ব নিয়া টানা টানি আর পরেরটা খুললে বিমান বহিনী, পাইলটও হইবার পারে। কখনও কি ভাবেতে পারেন বিমান নছিমনে চড়ে? দেখুন কথায় বলে, ‘কাছা খুলতে দেরী হয়, তবে কপাল খুলতে সময় লাগে না’। প্রথমটা খুললে ইজ্জ্ব নিয়া টানা টানি আর পরেরটা খুললে বিমান বহিনী, পাইলটও কথায় বলে, ‘কাছা খুলতে দেরী হয়, তবে কপাল খুলতে সময় লাগে না’। প্রথমটা খুললে ইজ্জ্ব নিয়া টানা টানি আর পরেরটা খুললে বিমান বহিনী, পাইলটও হইবার পারে। কখনও কি ভাবেতে পারেন বিমান নছিমনে চড়ে? দেখুন
১৫| ৩০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৩
মাজুবিবি বলেছেন: দুঃখিত! একই মন্তব্য কপি হয়ে গেছে। মুছে দিন মন্তব্যটা।
৩০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৪
স্বপ্নবাজ তরী বলেছেন: মুছার কি দরকার ,থাকুক না
১৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:১১
কলাবাগান১ বলেছেন: "কিন্তু ভেনচালক চালাবে বিমান।" আপনারা আগ বাড়িয়ে তাকে বিমান চালানোতে নামিয়েছিলেন কিন্তু এখন দেখি তাকে বিমানবাহিনীর বেকারীতে কাজ দিয়েছে। আজকাল কি বেকারীর লোকজনও ফাইটার বিমান চালায়........।আপনাদের মত অতি উৎসাহীদের জন্য আমার এই প্রশ্ন।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৮
স্বপ্নবাজ তরী বলেছেন: ভ্যান চালক বিমান চালাইলেও আমার আপত্তি নাই , প্রশ্ন হচ্ছে নিয়োগ পদ্ধতি নিয়ে , এমন ভাবে নিযোগ কি বৈধ ?
১৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৭
প্রবাসী দেশী বলেছেন: @মাজুবিবি " ‘কাছা খুলতে দেরী হয়, তবে কপাল খুলতে সময় লাগে না’। প্রথমটা খুললে ইজ্জত নিয়া টানা টানি আর পরেরটা খুললে বিমান বহিনী "
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৬
মোটা ফ্রেমের চশমা বলেছেন: টু বি অনেস্ট, লেইম ছিলো।
ভ্যান চালক নিয়ে এখন কিছু দিন সোশ্যাল মিডিয়া লাফালাফি করবে।