![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক
কবিতাঃ আগন্তক
---------------
আসুক যতই ঝড়, ঝঞ্ঝাল বা
আকাশের বুক চিরে দুঃখের ফোয়ারা
ভয় পেয়ও না।
আমি আছি ছায়ার মতো, পিছে ফিরো না।
শুধু ভালো থাকলেই কি হবে?
আনন্দ করো প্রাণখুলো,পাখির মতো উড়ে
কথার ফুল ঝরুক, মায়বী ঠোঁটে
আমি নাহয়, দেখলাম দূরে দাঁড়িয়ে ?
শতবসন্ত যুক্ত হোক তোমার স্মৃতিপটে
সাথে আনন্দ উদ্গিরিত হোক নাইকুন্ডে
যৌবন নেমে আসুক কামাবশায়িত ঠোঁটে
আমি রইলাম না হয়ে, আগন্তক হয়ে
©somewhere in net ltd.