![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক
দেহ আর ভালোবাসা
--------------------------------------------
তোমার দেহের প্রতিটি ভাঁজ আমি চিনি
না শুধু তাই না। আরো বেশি?
ভাঁজের নিচে লুকিয়ে থাকা লোমকূপ
তার গভীরতাও আমি জানি।
তোমার ঠোঁটে কয়টা ভাঁজ, হয়তো তুমি
নিজেই জানো না। কিন্তু আমি?
প্রতি ভাঁজদ্বয়ের মধ্যকার দুরত্ব কতখানি
তা ভালোই জানে আমার ঠোঁট দুটি।
তোমার নাভিতে জল ধরে কতখানি
তা হয়তো তুমি খেয়াল করোনি। কিন্তু আমি?
নাভীর প্রতিটি ছিদ্রপটের চিত্রখানি
এখনও আঁকতে পারি আমি ।
তোমার উরু কখন সম্মোহিত হয়
তা হয়তো তুমি অনুভব করো কিন্তু আমি?
কিভাবে নিতে হয় স্বর্গসুখের চূড়ায়
তা আর কেউ না জানুক, আমি জানি।
এতসব ভালোবাসার চিহ্ন আঁকতে দিলে
অথচ ভালোবাসা! হ্যাঁ আমি ভেবেই বলছি
যে বিশ্বাসের উপর ভর দিয়ে জীবন চলবে
সেটা কি তুই আমায় দিয়ে ছিলি?
©somewhere in net ltd.