![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক
কবিতাঃ তোমায় ভালবাসা
--------------------
কিছু শব্দ, কিছু বাক্যের সম্পর্ক
কমিয়ে দেয় দুরত্বের সীমানা।
কিছু শব্দ, কিছু বাক্যের রূঢ়তা
নিমেষেই করে ভালবাসা হাওয়া।
কিছু স্বপ্ন, হারায় ভালবাসার বন্যায়
কিছু কথা থাকে, মনের গভীরে গাঁথা।
কিছু পাওয়া, হবে না জেনেও চাওয়া
চাইনা বলেও দিনশষে পাওয়া
সৃষ্টির রহস্য রয়েছে জেনেও কাঁদা
ভুলে থেকে, পুনরায় ভুল করা
আসবে না, জেনেও পাওয়ার আকুলতা
দিনশেষে তোমায় ভালবাসা।
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:২৮
অতঃপর হৃদয় বলেছেন: হুম। পড়লাম।