![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক
একটি কবিতা লিখব বলে,
ফেসবুক, টুইটার, সারাহে
যুক্তির উপর যুক্তি খন্ডন করে,
প্রতিপক্ষকে তুলোধুনো করি
প্রেমিকার বাক্যবাণের বিপক্ষে হেঁটে
ব্রেকআপের যন্ত্রনা বুকে লালন করি,তবুও
ভেতর থেকে কবিতা আর বের হয়নি।
একটি কবিতা লিখব বলে
হিমুর মত খালি পায়ে,
হেঁটেছি আমি বহু ক্রোশ।
ইটবালুর এই শহরে
রাতের আধারে একা একা উঠে
গ্রিলের ফাঁক দিয়ে আসা জোসনার আলোয়
নিজেকে ভিজিয়েছি বহুবার, তবুও
ভেতর থেকে কবিতার আর্তনাদ শুনিনি।
শব্দের পর শব্দ, বাক্যের পর বাক্য
বসতে থাকে, হাঁটতে থাকে
কাগজের পর কাগজ শেষ হতে থাকে
উপমা, ছন্দ, সবই থাকে, তবুও
কোথায় যেন এক গভীর শূণ্যতা।
একটি কবিতা লিখব বলে
আজও আমি তোমায় খুঁজি।
১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১২:০৫
স্বপ্নবাজ তরী বলেছেন: ধন্যবাদ ।
২| ১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১২:২৯
আলো_ছায়া বলেছেন: ভালো লিখছেন।
ভালো লাগলো অনেক।
১৪ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৬
স্বপ্নবাজ তরী বলেছেন: আপনার ভালো লাগেছে জেনে, ভালো লাগল।
৩| ১৪ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৩৫
বিজন রয় বলেছেন: উপমায় ভরপুর কবিতা।
তবে শূন্যতা আছে বলেই তাকে খোঁজা আর কবিতার জন্ম হওয়া।
বেশ!
১৪ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৮
স্বপ্নবাজ তরী বলেছেন: সকল শূন্যতাই কবিতা সৃষ্টির কারণ।
©somewhere in net ltd.
১|
১৩ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৫৭
ভ্রমরের ডানা বলেছেন:
ভাল লাগল কবিতাখানি!