|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 স্বপ্নবাজ তরী
স্বপ্নবাজ তরী
	প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক
সহস্র মানুষের ভীড়ে
আজ আমি ক্লান্ত
হাঁটছি, দেখছি মানুষের বহুরূপতা
নীল কষ্টে হাসিমুখের দন্ত। 
দেখছি আজ,
মিলনের আনন্দের পাশে
ব্যর্থপ্রেমমিকের  নির্বিকার চাহনি 
বেকারত্বের জঞ্জালে হারানো স্বপ্নে,
লেখা শহুরে কাহিনী। 
দেখছি
চাকার পিষ্টে চেপ্টা 
অজস্র ধূলিকণার স্বপ্ন।
ইট সিমেন্টের প্রেমের মাঝে 
বলুকণার প্রাণ দান। 
লাল নীল বাতির আড়ালে
কোন নরের অার্তচিৎকার
বাষ্পীত হচ্ছে, তামাকের ধোঁয়ায়
সব নিয়ম নীতি, সংসার।
 ২ টি
    	২ টি    	 +১/-০
    	+১/-০২|  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭  রাত ১১:১৩
১৬ ই সেপ্টেম্বর, ২০১৭  রাত ১১:১৩
মাহবুবুল আজাদ বলেছেন: একরাশ ভাল লাগা।
©somewhere in net ltd.
১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭  রাত ৮:১৪
১৬ ই সেপ্টেম্বর, ২০১৭  রাত ৮:১৪
নাসরীন খান বলেছেন: ভাল লাগল।