![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক
কবিতাঃ শালিকের খোঁজ
------
শালিকের খোঁজে বের হওয়া
যুবকটি আজও ফিরেনি।
পথ হারিয়ে,
হেঁটে চলছে ভিন্ন পথে
পথের খুঁজে।
অন্ধকারের আলোয় চলে সে
আলোর খুঁজে।
সময়ের আঘাতে জর্জরিত হয়ে
তারাদের সাথে কথা বলে
চলছে সে শালিকের খোঁজে।
মরু পথে উতপ্ত বালুতে
মরীচিকার সাথে
লুকোচুরি খেলে
পাড়ি দিয়েছে সে পর্বতমালা
হারিয়েছে নিজেকে সবুজের
হাতছানির বিদ্রুপ হাসিতে
নীল সমুদ্রে তিমির সাথে যুদ্ধ করে
চলছে সে শালিকের খোঁজে।
অরণ্যের জঞ্জালে
পাতার ফাঁকে আসা সূর্যকিরণে
পথের সন্ধ্যানে, ছুটে চলছে সে
অসীম কে ছুঁয়ে নীল আকাশে
নিঃশ্বাস নিবে বলে বের হওয়া যুবকটি
আজও ফিরেনি নীড়ে।
শকুনের দল খুবলে খেয়েছে তাকে
শালিকের ডানায় ভর করে এখন সে
অসীম শূণ্যতায় মিশে গেছে
কেউ খোঁজে নি তাকে
হাজারো শালিকের ভীড়ে
এখনও সে নিঃস্ব, একাই রয়ে গেছে।
আজও ফিরেনি
শালিকের খোঁজে বের হওয়া যুবকটি।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৮
স্বপ্নবাজ তরী বলেছেন: ধন্যবাদ
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৫৯
কানিজ রিনা বলেছেন: তারা খুজতে গিয়ে চাঁদ হাড়িয়ে ফেললে
যা হয়। হাজার শালিকের মাঝে নিজের
শালিক কোথায় বিভ্রম মরুভুমি দৌড়ে
বেড়ায়। সুন্দর কবিতা ধন্যবাদ।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৭
স্বপ্নবাজ তরী বলেছেন: মানুষের জীবনটাই অদ্ভূদ এক মরিচীকা।
আপনাকেও ধন্যবাদ।
৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০৩
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার লেখায় ভালোলাগা !!!
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৫
স্বপ্নবাজ তরী বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:১২
অর্থনীতিবিদ বলেছেন: যুবকটি যেন শালিকের খোঁজ পায় এই কামনা করি। কবিতাটি সুন্দর হয়েছে।